শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৮:৫৭ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৮:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে খেলতে চান পোলার্ড

স্পোর্টস ডেস্ক: চলতি আইপিএলে বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়কত্ব করেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কাইরন পোলার্ড। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডার গুত্বপূর্ণ ম্যাচে বিধ্বংসী ব্যাটিংয়ে দলকে এনে দিয়েছেন। ক্যারিবীয় এই ক্রিকেটারের ফর্মে ফেরার সাথে সাথে উইন্ডিজ ক্রিকেট বোর্ডে আমূল পরিবর্তন আসায় ২০১৯ বিশ্বকাপ দলে সুযোগের প্রত্যাশা করছেন।

পোলার্ড ২০১৬ সালের অক্টোবর মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছেন। দীর্ঘদিন উইন্ডিজ বোর্ডের সাবেক প্রেসিডেন্ট ডেভ ক্যামেরনের সাথে দ্ব›েদ্ধ জড়িত ছিলেন ড্যারেন স্যামি সহ বাকি সিনিয়র ক্রিকেটাররা। যার কারণে উইন্ডিজ দলের হয়ে খেলা হয়নি আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড, সুনিল নারিন, ডোয়াইন ব্রাভোর মত অভিজ্ঞ ক্রিকেটারদের।

গত বছর ওয়ানডে দলে ফিরেছেন ক্রিস গেইল। উইন্ডিজ দলের বিশ্বকাপ পরিকল্পনার বড় অংশ জুড়ে আছেন তিনি। আইপিএলে বাকি ক্যারিবিয়ানরা অবিশ্বাস্য ফর্মে থাকার পাশাপাশি উইন্ডিজ ক্রিকেট বোর্ডে নতুন চেহারা আসায় বিশ্বকাপ স্বপ্ন নতুন করে দেখতে শুরু করেছে পোলার্ডরা। তিনি বলেছেন, ‘আমি যখনই খেলতে নামি, আমার সেরা ক্রিকেট দিয়েই খেলতে নামি। উইন্ডিজ ক্রিকেট গত দুই বছর ধরে অনেক অশান্তির মধ্য দিয়ে যাচ্ছে। গত কয়েক সপ্তাহে আমরা কিছু পরিবর্তন দেখেছি উইন্ডিজ ক্রিকেটে। কয়েকজনের মধ্যে পোলার্ড একজন, যাকে ব্ল্যাকলিস্টে ফেলে দেয়া হয়েছিল। আমি যখনই মাঠে নামি, আমি চেষ্টা করি রান করার জন্য। যারা আছে দল নির্বাচন করার জন্য, তারা দেখছেন। আমি ৩১ বছর বয়সী, ক্রিস গেইল এখনো খেলে যাচ্ছে, দাপটের সাথে ছক্কা হাঁকাচ্ছে, তার বয়স ৩৯।’

তারকা ক্রিকেটাররা বিশ্বকাপ দলে সুযোগ পেলে বিশ্বকাপে ভালো করার সুযোগ বাড়বে, এমন বিশ্বাস রাখেন দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী কাইরন পোলার্ড, ‘আমরা জানি আমরা কি করতে পারি। গেইল দারুণ করছেন। আন্দ্রে রাসেল যেভাবে বল মারছে, সেটা দেখতে দারুণ লাগছে। সুনিল নারিনও ভালো করছে। ওরা টুর্নামেন্টে ভালো সময় পার করছে। যখন খোলা মনে খেলার সুযোগ পাবো, তখনই খেলাটা উপভোগ করতে পারব।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়