শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৮:৩৮ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৮:৩৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রোববার পয়মন্ত মইত্তা ডাকাতের জন্য, পত্রিকার সঙ্গে মিলিয়ে যাচাই করে লুন্ঠিত মালামাল

মো. আল-আমিন : মতিন ওরফে মইত্তা ডাকাতের দলে রয়েছে ৫০ সদস্য। গত ২০ বছরে মইত্তা ডাকাত শতাধিক বাড়ীতে অস্ত্রের মুখে ডাকাতি করেছে। ডেইলি স্টার

মইত্তা ডাকাতের একটা বিশেষত্ব হলো, তার সহযোগী ডাকাতরা ডাকাতি শেষে যে মালামাল জমা দেয় তার সঙ্গে পত্রিকার রির্পোটের মিল পাওয়া না গেলে সে ক্ষুদ্ধ হয়ে ওঠে। সহযোগী ডাকাতদের এক্ষেত্রে গুলি করতেও সে দ্বিধা করে না। অন্ততঃ একটি ঘটনায় সে সহযোগী ডাকাত রমজানকে গুলি করে মেরেছে।

পুলিশের কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট বুধবার মইত্তা ডাকাতকে (৪৮) গ্রেফতার করে। এ সময় টিটু (৪৫) ও আরমান (৪২) ডাকাত তার সাথে ধরা পড়েছে।

মইত্তা ডাকাতের দলটি রোববারে ডাকাতি করাকে যুৎসই মনে করে। কেননা অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠানগুলো হয় টাকা তোলে অথবা ব্যাংকে টাকা জমা করে।

সিটিটিসি’র অতিরিক্ত ডেপুটি কমিশনার জাহাঙ্গীর আলম জানান, সায়েদাবাদ এলাকায় অস্ত্রসহ ১০ জনের অবস্থানের কথা জানতে পেরে তারা অভিযান চালান। তাদের কাছ থেকে অস্ত্রও উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মইত্তা ডাকাতের বিরুদ্ধে ১৮টি, সাইফুলের বিরুদ্ধে একটি হত্যা মামলা এবং আরমানের বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে।

সিটিটিসির এক পদস্থ কর্মকর্তা জানান, ১৯৯৯ সাল থেকে মইত্তা ডাকাতি করে আসছে। জুরাইন, শ্যামপুর, যাত্রাবাড়ি এলাকায় তারা বেশীর ভাগ ডাকাতি করে।

২০০৪ সালে র‌্যাব ব্যাপক অভিযান চালালে মইত্তার সহযোগী বসকা কবীর, সানাওল্লাহ, ট্যাপা ও আমির বন্দুক যুদ্ধে নিহত হয়। অতঃপর মইত্তা ডাকাত সৌদি চলে যায়। সেখানে ৮ বছর কাটিয়ে সে দেশে ফিরে নারায়নগঞ্জে ব্যবসা শুরু করে। নারায়নগঞ্জের এক শ্রমিক নেতা তাদের গডফাদার বলে পুলিশ জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়