শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিস্কার করলেন উপজেলা চেয়ারম্যান

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর : রোগী ও স্বজনদের অভিযোগের পরিপ্রেক্ষিতে সদর হাসপাতাল পরিস্কার করলেন যুবলীগের নেতাকর্মীরা। সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি এ কে এম সালাহ্উদ্দিন টিপুর নেতৃত্বে এ পরিচ্ছন্ন অভিযানে অংশ নেয় অর্ধশতাধিক নেতাকর্মী।

হাতে গ্লাভস মুখে মাস্ক লাগিয়ে বুধবার রাত ১০ টায় কেউ ঝাড়ু, কেউ ঝুড়ি নিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার শুরু করেন। একই সঙ্গে কেউ হারপিক ও ব্লিসিন পাউডার নিয়ে টয়লেট পরিস্কার, আবার কেউ রোগীদের ওয়ার্ডে ওয়ার্ডে বাতি লাগানোসহ ফ্যান ঠিক করে দেন রাত সাড়ে ১১টার মধ্যে।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, জেলা যুবলীগ একটি দৃষ্টান্ত স্থাপন করলো।

এ কে এম সালাহ্উদ্দিন টিপু বলেন, সদর হাসপাতালের রোগী ও স্বজনদের দীর্ঘদিনের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরিচ্ছন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রতি মাসে একবার এ কর্মসূচি পালন করা হবে। তবে রোগীর স্বজনদের আরো সচেতন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়