শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:৫৩ সকাল
আপডেট : ১১ এপ্রিল, ২০১৯, ০৬:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১১ বছর পর আইপিএলের দর্শক রোহিত

স্পোর্টস ডেস্ক: চলমান আইপিএলে বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচে খেলেননি মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল ইতিহাসে এটা দ্বিতীয় ম্যাচ, যেটাতে দলের হয়ে তিনি মাঠে নামেননি। এর আগে ২০০৮ সালে প্রথম ও গতকালের আগে একমাত্র ম্যাচ হিসেবে তার দল ডেকান চার্জার্সের মাঠে নামলেও দর্শক হয়েছিলেন রোহিত। ১১ বছর পর তিনি ডাগ আউটে বসে দলের খেলা উপভোগ করেছিলেন।

এছড়া, আইপিএলে একটানা ১৩৩টা ম্যাচ খেলেছেন রোহিত শর্মা। যেটা আইপিএলের ইতিহাসে কোনো খেলোয়াড়ের দ্বিতীয় সর্বোচ্চ একটানা এতো বেশি ম্যাচ খেলার রেকর্ড। রোহিতের ওপরে আছেন শুধু চেন্নাই সুপার কিংসের সুরেশ রায়না। তিনি রোহিতের থেকে একটা বেশি, টানা ১৩৪টি ম্যাচ খেলেছেন। এছাড়া রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলিও এই দুইজনের খুব কাছেই আছেন। ভারতীয় অধিনায়ক আইপিএলে একটানা ১২৯টি ম্যাচ খেলেছেন।

ভারতের সংবাদমাধ্যম হতে জানা গিয়েছে যে, গতকাল অনুশীলনের সময় চোট পান তিনি। চোট পাওয়ার পর কয়েক পা হেঁট্বই বসে পড়েছিলেন এবং ব্যথায় মাথায় হাত দিয়ে কাতরাচ্ছিলেন। তবে দলের ফিজিও প্রাথমিক চিকিৎসা দেয়ার পরে রোহিত নিজেই হেঁটে ড্রেসিংরুমে ফিরে গিয়েছেন। তার চোটটা গুরুতর নয় বলেই জানা গিয়েছে।

এবারের আইপিএলে মুম্বাইয়ের হয়ে প্রথম পাঁচটি ম্যাচে রোহিত রান করেছেন ১১৮। মুম্বাইয়ের একাধিকার শিরোপাজয়ী এই অধিনায়ক আইপিএলে মোট ম্যাচ খেলেছেন ১৭৮টি। ১৭৩ ইনিংসে ব্যাটিং করে সংগ্রহ করেছেন ৪৬১১ রান। করেছেন ১টি শতক ও ২৭টি অর্ধশতক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়