শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:১৩ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৭:১৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে ‘কোটা পলিসি’ বাতিল করলো দক্ষিণ আফ্রিকা

ডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি ওয়ানডে বিশ্বকাপের জন্য দক্ষিণ আফ্রিকা দলে কোনো ‘কোটা পলিসি’ থাকবে না। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী থাবাং মোরো জানিয়েছেন, এবার কোচ ওটিস গিবসন ও নির্বাচকদের কনভেনর লিন্ডা জন্ডি নিজেদের মধ্যে আলোচনা করে দল সাজাতে পারবেন। কোটা পদ্ধতিতে প্রতি মৌসুমে সব ফরম্যাটের জন্য সর্বোচ্চ ৫ জন শেতাঙ্গ খেলোয়াড়কে দলে নিতে পারে দক্ষিণ আফ্রিকা। বাকি ৬ জন থাকেন অন্য বর্ণের।

আগামী ১৮ই এপ্রিল বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করবে দক্ষিণ আফ্রিকা। তার আগে থাবাং বলেন, ‘কোনো লক্ষ্যমাত্রা নেই। তারা (গিবসন ও জন্ডি) নিজেদের মধ্যে আলোচনা করে ১৫ সদস্যের দল গঠন করতে পারে। বিশ্বকাপ জয়ের জন্য আমরা সেরা ১৫ জনকে চাই।

একাদশ নির্বাচনের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। নিদিষ্ট কোনো এজেন্ডা (কোটা পদ্ধতি) বাস্তবায়ন করে কোনো দল নির্বাচন চাই না আমি।’

অস্ট্রেলিয়ায় আয়োজিত গত বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে কোটা পদ্ধতি মানতে গিয়ে কাইল অ্যাবোটের বদলে ভারনন ফিল্যান্ডারকে খেলিয়েছিল দক্ষিণ আফ্রিকা। বোর্ডের তৎকালীন প্রধান নির্বাহী হারুন লরগাতের সিদ্ধান্তেই এমনটা হয়েছিল। অথচ দলীয় অধিনায়ক থেকে শুরু করে কোচ ও নির্বাচকদের প্রথম পছন্দ ছিলেন অ্যাবোট। সেবার শেষ ওভারের থ্রিলারে ম্যাচটিতে নিউজিল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে যায় প্রেটিয়াদের।

সূত্র : মানবজমিন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়