শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০৭ এপ্রিল, ২০১৯, ০৪:৫৯ সকাল
আপডেট : ০৭ এপ্রিল, ২০১৯, ০৪:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশ নিয়ে বিয়েতে গিয়ে চমকে গেলেন এসিল্যান্ড

জাগো নিউজ : সিরাজগঞ্জে এক রাতে তিনটি বাল্যবিয়ে বন্ধ করেছেন এসিল্যান্ড মো. আনিসুর রহমান। এ সময় বর ও কনের বাবাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার রাতে সদর উপজেলার কান্দাপাড়া, ডুমুর গোলামী ও খলিশাকুড়া গ্রামে অভিযান চালিয়ে এসব বাল্যবিয়ে বন্ধ করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান।

এসিল্যান্ড আনিসুর রহমান, শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে অভিযান চালানো হয়। পুলিশ নিয়ে বিয়েবাড়িতে গিয়ে অবাক হই আমরা। কারণ কান্দাপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইদের মেয়ে অষ্টম শ্রেণির ছাত্রী শান্তি খাতুনের (১৩) সঙ্গে শহরের রায়পুর এলাকার রফিকুল ইসলামের ছেলে রেজাউল করিমের (৩১) বিয়ের আয়োজন চলছিল। কনে এবং ছেলের বয়সের পার্থক্য অনেক। কাজেই কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর রেজাউল করিম ও কনের বাবা আবু সাইদকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

আনিসুর রহমান বলেন, একই দিন সন্ধ্যায় বহুলী ইউনিয়নের ডুমুর গোলামী গ্রামের আশরাফ আলীর বাড়িতে অভিযান চালানো হয়। আশরাফ আলীর মেয়ে আয়েশা খাতুনের (১৩) সঙ্গে রায়গঞ্জ উপজেলার বামনবাগ গ্রামের আ. সামাদের ছেলে নুরনবীর (২১) বিয়ের আয়োজন চলছিল। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বর নুরনবী ও কনের বাবা আশরাফ আলীকে পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

তিনি আরও বলেন, একই দিন রাতে খোকশাবাড়ী ইউনিয়নের খলিশাকুড়া গ্রামের আরিফুল ইসলামের মেয়ে আরিফা খাতুনের (১৬) সঙ্গে বালিঘুগরী গ্রামের নুরুল ইসলামের ছেলে সিহাব আলীর (২০) বিয়ের আয়োজন চলছিল। এ সময় ওই বাড়িতে অভিযান চালানো হয়। বর ও কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় এ বাল্যবিয়ে বন্ধ করে দেয়া হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়