শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৪:০৫ সকাল
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৪:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা ভোটে নৌকাবিরোধী মন্ত্রী-এমপিদের শোকজের সিদ্ধান্ত

নিউজ ডেস্ক : উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের যেসব মন্ত্রী-এমপি এবং স্থানীয় নেতারা নৌকার বিরোধিতা করেছেন তাদের শোকজের সিদ্ধান্ত নিয়েছে দলটি। নোটিশ করার ৭ দিনের মধ্যে তাদের জবাব দিতে হবে। দলের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (৫ এপ্রিল) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাস ভবন গণভবনে অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

বৈঠকের একটি সূত্র জানায়, উপজেলা নির্বাচন চলাকালে দলীয় প্রার্থীর বিরোধিতাকারীদের বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না- এ মর্মে তাদের কাছে শোকজ নোটিশ জারি করা হবে। কেন তারা দলের মনোনীত প্রার্থীর বিরোধিতা করেছেন তার জবাব জানতে এ শোকজ করা হচ্ছে।

সূত্র আরো জানায়, প্রত্যেক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকরা স্ব স্ব বিভাগে যারা দলীয় প্রার্থীর বিরোধিতা করেছেন তাদের তালিকা তৈরি করবেন। এ তালিকা তারা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের হাতে দেবেন।

এ ছাড়া দলীয় সূত্র জানায়, দেশের তৃণমূল পর্যায়ে সাংগঠনিক অবস্থা শক্তিশালী করা, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে ইউনিয়ন পর্যায়ে কমিটি করা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিরসন করে শৃঙ্খলা ফিরিয়ে আনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়।

সূত্র : জাগোনিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়