শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০৬ এপ্রিল, ২০১৯, ০৩:৪৬ রাত
আপডেট : ০৬ এপ্রিল, ২০১৯, ০৩:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃক্ষ যেমন উর্বর মাটি, জল হাওয়া পেলেই শেকড় গজিয়ে ফেলে, মানুষও

সাদাত হোসাইন : মানুষ বৃক্ষের মতো। বৃক্ষ যেমন ঊর্বর মাটি, জল হাওয়া পেলেই শেকড় গজিয়ে ফেলে, মানুষও। শেকড় গজাতে তার অকৃত্রিম কিছু মায়া, ভালোবাসা আর স্নেহ লাগে। তবে বৃক্ষের সাথে মানুষের তফাৎও রয়েছে ঢের। বৃক্ষ স্থির, ঠায় দাঁড়িয়ে রয় তার শেকড়ে। কিন্তু মানুষকে পাখি হয়ে উড়ে যেতে হয় আকাশে আকাশে।

আজ এই আকাশতো কাল সেই আকাশ, আজ এই মাটিতো কাল সেই মাটি। ফলে ক্রমাগত তাকে শেকড় গজানোর আনন্দ যেমন পেতে হয়, তেমনি শেকড় উপড়ানোর যন্ত্রণা কিংবা শেকড়ের কাছে ফিরে যাবার তীব্র তেষ্টাও বুকে পুষে বেড়াতে হয়। বুকের ভেতর আসমুদ্র হাহাকার নিয়ে কাটিয়ে দিতে হয় অদ্ভুত বোহেমিয়ান এক জীবন। সেই জীবনে মানুষ কেবলই ঘর খুঁজে বেড়ায়। কিন্তু সে জানে না, এই জগতে মানুষের জন্য অপার ভালোবাসায় মাখা বুকই তার একমাত্র ঘর। সেই ঘর তাকে অবিরত ডেকে যেতে থাকে, আয়, আয়...।

নীল সমুদ্রের মানুষেরা, যে অপার ভালোবাসায়, মমতায় ছুঁয়ে গেছে হৃদয়ের সকল দুয়ার, তাতে মমতার জল, হাওয়া আর মাটিও ছিলো হয়তো, না হলে এমন করে শেকড় উপড়ানোর যন্ত্রণা হচ্ছে কেন? এমন করে কখন যে আড়ালে-আবডালে- অবচেতনে মায়ার শেকড় গজিয়ে গিয়েছিলো, টেরই পাইনি! ভালোবাসা আকাশ সমান...।

নির্বাচিত মন্তব্য : নাদেরা সুলতানা নদীÑ এক জীবনে অনেক বেশি ভালোবাসা নিয়ে জীবনের লম্বা সময় কাটিয়ে দেয়া মানুষদের আমি বলি ‘ব্লেসড’। ভালোবাসাহীনতায় কে বাঁচিতে চায়, তারপরও কেউ কেউ তা পায় না কিন্তু : ডি লেখক ‘সাদাত হোসাইন’ পেয়েছে! অনেক মানুষ তোমাকে জড়িয়ে থাকতে চায়, প্রাণের পরশ মেখে বুঝাতে চায়, ‘তুমি তাদের কতোটা আপন’ ... ভালোবাসাবাসির এই কাক্সিক্ষত আর সুন্দর সময় এবং তুমি যাদের ভালোবাস তাদের ঘিরেই ভরপুর থাকুক ভাই।

মেলবোর্নে যে অল্প কিছু সময় তোমাকে অতিথি হিসেবে পেয়েছি, খুব করে শুধুই চেয়েছি তোমার সময়গুলো খুব ভালো কাটুক... অনিচ্ছা সত্ত্বেও হয়তো সবটুকু সময় তোমাকে ভালো করে দিতে পারিনি, আমার অক্ষমতা ক্ষমা করো। ভালো থেকো, ভালোবাসায় থেকো...। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়