শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ১১:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪৫০ শিক্ষার্থীসহ স্কুল বিক্রির অভিনব বিজ্ঞাপন!

এইচএম জামাল : সাড়ে চারশ’ শিক্ষার্থীসহ একটি স্কুল বিক্রির অদ্ভুত বিজ্ঞাপন দেখা গেছে ফেসবুকে। শুক্রবার সকাল থেকেই ফেসবুক ব্যবহারকারীদের ওয়ালে একটি ছবি ঘুরছে। সেখানে লেখা আছে, ‘বিক্রয় হইবে হাই স্কুল, প্লে­-দশম শ্রেণি চলমান, ৪৫০ জন ছাত্রছাত্রী সহ’। বিজ্ঞাপন দাতার সঙ্গে যোগাযোগ করার জন্য একটি মোবাইল নাম্বারও দেয়া হয়েছে বিজ্ঞাপনের নিচে। তবে বিজ্ঞাপনে স্কুল অথবা স্থানের নাম উল্লেখ না থাকায় স্কুলটির অবস্থান এবং বিজ্ঞাপনের সত্যতা সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এ সম্পর্কে বিস্তারিত জানতে বিজ্ঞাপনে উল্লেখিত নাম্বারে ফোন দিলে, নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তবে ট্রু কলার অ্যাপসে সেই নাম্বারের সত্ত্বাধিকারীর নাম ‘ওয়াহিদ রামপুরা’ ভেসে উঠে। বাংলাদেশ জার্নাল

এদিকে ফেসবুকে এই ছবি শেয়ার করে অনেকে নানা মন্তব্য করছেন। তারা বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে ছবির মিল খোঁজার চেষ্টা করছেন।বাদশা সোলায়মান নামে একজন মন্তব্য করেন, ‘এমন বিজ্ঞপ্তিও দেখতে হলো!’ একই পোস্টে সুবির নামে একজন মন্তব্য করেন, ‘এটা দেশের টোটাল এডুকেশনাল সিস্টেমকে রিপ্রেজেন্ট করছে।’

দেবনাথ মৃদুল নামে একজন মন্তব্য করেন, ‘এই প্রথমবার এমন প্রস্তাব শুনলাম।’ এহতেশামুল হক নামে একজন মন্তব্য করেন, ‘আচ্ছা, ছাত্র ছাত্রী ছাড়া কত, সহ কত? একদর নাকি বাড়াবাড়ি করা যাবে?’ ফেরদৌস নামে এক ব্যবহারকারীর বক্তব্য, ‘স্কুল বিক্রি হচ্ছে না। বিক্রি হচ্ছে বিবেক, মানবতার মেরুদন্ড।’ বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মাকসুদ রানা মিঠু ছবিটি পোস্ট করে লিখেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্রিটা এভাবে কবে হবে! এ জাতি অপেক্ষায় রয়েছে। যদিও শিক্ষার কোন কিছু নেই বিশ্ববিদ্যালয়ে। নাইটকোর্স চালুতে সব ধ্বংসের সম্মুখীন। কিছু মেধাবী ছাত্র ভর্তি করা আর চাকুরীর প্রার্থী তৈরি ছাড়া আর কিছুই জন্ম দিতে পারে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়