শিরোনাম

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০১৯, ০৩:৩৯ রাত
আপডেট : ০৫ এপ্রিল, ২০১৯, ০৩:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্র রক্তাক্ত করার প্রতিবাদ, ভিপি নূর এবং শিক্ষামন্ত্রীর নারীদের দমিয়ে রাখার রাজনীতি প্রত্যাখানের আহ্বান

জাহিদ নেওয়াজ খান :

১. এক ছাত্রকে রক্তাক্ত করে বের করে দেয়ার প্রতিবাদ জানাতে এসএম হলে গিয়েছিলেন ডাকসু ভিপি নূর। সঙ্গে নারী শিক্ষার্থীরাও ছিলেন। মেয়েদের যাওয়াকে সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কৃতিবিরোধী বলেছেন হল সংসদের ভিপি। আর সেখানে যাওয়া শামসুন নাহার হলের ভিপি অভিযোগ করেছেন, তিনি হেনস্তার শিকার হয়েছেন।

২. প্রায় একই সময়ে বাচ্চাদের এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি নিশ্চয়ই জানতেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হচ্ছে। তবে বক্তৃতায় তিনি নারীদের দমিয়ে রাখার রাজনীতিকে প্রত্যাখ্যান করতে বলেন।

নির্বাচিত মন্তব্য : ১. ইমতিয়াজ বুলবুল বাপ্পি- ভাইসব বুঝলাম আপনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থেকেছেন। হুটহাট করে মেয়েদের নিয়ে কাউকে না জানিয়ে ছেলেদের হলের একদম ভেতরে চলে যাওয়া কোন নিয়মে পড়ে? আর শামসুন্নাহার হলের ভিপি এবং বাম সংগঠনের মেয়েরা ছেলেদের হলের একদম ভেতরে ঢুকবে কোন অধিকারে তার পূর্বানুমতি ছাড়া? তারা তো ডাকসুর প্রতিনিধিও নয়? সবসময় গৎবাঁধা অভিযোগটাও আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে। সদুত্তর আশা করছি

২. জুলফিকার আলী মানিকÑসলিমুল্লাহ হল সংসদের ভিপি কোন দলের আর শিক্ষামন্ত্রী কোন দলের রাজনীতি করেন তা যদি স্পষ্ট করে বলতেন তাহলে রাজনীতির ব্যাপারে মূর্খরা জানতে পারতো কোন রাজনীতিকে প্রত্যাখ্যান করতে হবে...। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়