শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৫৯ রাত
আপডেট : ০৩ এপ্রিল, ২০১৯, ০৩:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২ কোটি টাকার মিথ্যা মামলায় খালেদা জিয়া জেলে বললেন, বরকতুল্লাহ ভুলু

আরএইচ রফিক : দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে এমন উল্লেখ করে জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ ভুলু অভিযোগ করে বলেছেন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা নির্বিঘ্নে পাচার হয়ে গেলেও এসমরকার আমলে কাউকে জেলে যেতে হয়নি। অথচ পর পর তিন বারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে জেলে আটক রাখা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ভুলু আরো বলেন, শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ২৫ জানুয়ারী একদলীয় বাকশাল ঘোষণা করে আজীবনের জন্য রাষ্ট্রপতি বনে গিয়েছিল। শুধু বাকশাল ঘোষণা দিয়েই ক্ষান্ত হয়নি সংবাদ পত্রের বাক স্বাধীনতা হরণ করে দেশের মানুষের সব ধরণের স্বাধীনতা হরণ করার কালো আইন জারি করা হয়েছিল। ১৯৭৪ সালে কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করার ফলে দেশে প্রায় ১০ লাখ মানুষ না খেয়ে মৃত্যুবরণ করে। সেই থেকে সারা পৃথিবীতে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি ও দুর্ভিক্ষের দেশ হিসেবে পরিচিত করে দেয়া হয়েছিল।

তিনি এসময় উম্মা প্রকাশ করে বলেন বিএনপির ঘাটি খ্যাত বগুড়ায় দলীয় কার্যক্রম দূর্বল হয়ে পড়েছে, যা বিএনপির জন্য মঙ্গলকর নয় । তিনি বলেন, গোপালগঞ্জে যেমন আওয়ামীলীগ, বগুড়ায় তেমন বিএনপির ঘাটি। কিন্তু বর্তমানে বগুড়ায় কিছু সমস্যা দেখা যাচ্ছে। এখানে আওয়ামী লীগ জায়গা করে নিচ্ছে মন্তব্য করে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবী করে বলেন, এই দেশে সাড়ে ছয় লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে যা নিয়ে কারো মাথা ব্যথা নেই কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মাত্র দুই কোটি টাকার মিথ্যা মামলায় জেলে রাখা হয়েছে। তাকে সুচিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়া হচ্ছেনা এমন মন্তব্য করে তিনি তার মুক্তি দাবি করেন। এসময় তিনি বিগত বিএনপি সরকারের নানা উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন।

তিনি আবারো বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও তাকে দেশে নিয়ে আসার জন্য আন্দোলন করার জন্য দলের জেলা কমিটি গুলোর কাউন্সিল অধিবেশন খুব শীঘ্রই আয়োজন করে দলের সাংগঠনিক কাঠামো জোরদার করা হবে মর্মে উল্লেখ করে আরো বলেন , তিনি এসময় বিগত ১২ বছর যাবৎ যারা আন্দোলনে সংগঠনের জন্য ত্যাগ স্বীকার করেছেন আগামী কাউন্সিল অধিবেশনে তাদেরকে মূল্যায়ন করা হবে। তিনি মঙ্গলবার দুপুরে শহরের টিএমএসএস মহিলা মার্কেটের হলরুমে বগুড়া জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্ব প্রাপ্ত নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিশেষ বক্তা বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিন শওকত, কেন্দ্রীয় কমিটির সদস্য এএইচএন ওবায়দুর রহমান চন্দন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন। প্রতিনিধি সভায় বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বগুড়া পৌরসভার মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, গোলাম মোহাম্মদ সিরাজ, নব নির্বাচিত সংসদ সদস্য মোশারফ হোসেন, জেলা বিএনপির সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সহ সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল ছাড়াও জেলা বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা কমিটিরগুলোর সভাপতি সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়