শিরোনাম
◈ ব্যাংককে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা ◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ০২ এপ্রিল, ২০১৯, ০৩:৪৫ রাত
আপডেট : ০২ এপ্রিল, ২০১৯, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে বিএনপি ড. কামাল হোসেনকে কোনো চাপ প্রয়োগ করেনি, বললেন সুব্রত চৌধুরী

লিয়ন মীর : জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলতে বিএনপির পক্ষ থেকে ড. কামাল হোসেনর ওপর কোনো চাপ প্রয়োগ করা হয়নি বলে মন্তব্য করেছেন গণফোরামের নির্বাহী সভাপতি ও জাতীয় ঐক্যফ্রন্ট নেতা সুব্রত চৌধুরী।

তিনি বলেন, একই সভায় বিএনপির কিছু নেতা-কর্মী এই দাবি তুলেছিলেন। এটা তাদের দলীয় মতামত। এটা তাদের বিষয়, আমাদের বিষয় নয়। বিএনপি তো বিএনপির কথা বলবে এটা স্বাভাবিক। আবার আমরা কী চিন্তা করছি সেটা আমাদের বিষয়। বিএনপি যদি বিএনপির কথা না বলে তাহলে অন্যরাতো আর বলে দেবে না।

তিনি বলেন, এটা জাতীয় ঐক্যফ্রন্টের সভা ছিলো। কে স্বাধীনতার ঘোষক এটা আলোচনার বিষয় ছিলো না। তাই এবিষয়টি নিয়ে কোনো আলোচনা হয়নি। আমরা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। বিএনপির নেতা-কর্মীরা তাদের কথা বলেছেন। তাই এটা নিয়ে আমাদের বিব্রত হওয়ার কোনো সুযোগ নেই। ড. কামাল হোসেন তার নিজের কথা বলেছেন। বিএনপির পক্ষ থেকে জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলার প্রস্তাব দিলে সেটা অন্য কথা ছিলো।

গণফোরাম থেকে নির্বাচিত সংসদ সদস্য মোকাব্বির খানের শপথ গ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণফোরাম সপথ নেবে না। এটাই একমাত্র সিদ্ধান্ত। আমরা এখনো সেই সিদ্ধান্তে অটুট আছি। সিদ্ধান্তের কোনো পরির্বতন হওয়ার কোনো সুযোগ নেই বলে তিনি বলেন। তিনি বলেন, গণফোরাম থেকে নির্বাচিত একজন দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে আগে শপথ নিয়েছে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আবার যদি কেউ শপথ নেয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। কী ব্যবস্থা নেয়া হবে সেটা সময় বলে দেবে বলে তিনি বলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়