শিরোনাম
◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০৭:৩৪ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাড়ে ৫ হাজার অবৈধ ভবন রাজউক চাইলেও ভাঙা অসম্ভব: সাঈদ খোকন

ডেস্ক রিপোর্ট: একজন সর্বোচ্চ প্রভাবশালীর দ্বারা অবৈধভাবে গড়ে ওঠা ভবন ভেঙে ফেলার জন্য রাজউকের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘রাজধানীতে অবৈধভাবে গড়ে ওঠা সাড়ে ৫ হাজার ভবন রাজউক চাইলেও ভাঙা অসম্ভব। তবে রাজউক একটা কাজ করতেই পারে, প্রতীকী অর্থে প্রমাণ করে দিক- একজন সর্বোচ্চ প্রভাবশালীর দ্বারা অবৈধভাবে গড়ে ওঠা ভবনটি ভেঙে ফেলুক। তাহলেই বুঝবো, রাজউকের সদিচ্ছা, আন্তরিকতা রয়েছে। আজ সাধারণ নাগরিকরা বিশ্বাসও করে না অবৈধভাবে গড়ে ওঠা ভবন ভেঙে রাজউক নতুন শহর উপহার দেবে।’ ট্রিবিউন রিপোর্ট।

রবিবার (৩১ মার্চ) রাজধানীর কলাবাগানের ইয়াকুব সাউথ সেন্টারে স্টেট ইউনিভার্সিটি আয়োজিত ‘অগ্নিকাণ্ড: কারণ ও করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় মেয়র বলেন, ‘ভবনগুলো যখন নির্মাণ হচ্ছিলো, তখনই বাধা দেওয়া ও আইনি প্রক্রিয়া অনুসরণ করা উচিত ছিল। আজকে এই ভবনগুলো যদি ভাঙতে চাই, তা তো অসম্ভব।’

মেয়র আরও বলেন, ‘প্রতিদিন অসংখ্য মানুষ জীবন ও জীবিকার তাগিদে ঢাকা শহরে আসছে। কিন্তু জনসংখ্যা উন্নয়নে সেবা সংস্থাগুলোর মধ্যে আন্তঃসমন্বয়ে দুর্বলতা রয়েছে। ফলে নগর ব্যবস্থাপনায় নানা ঘাটতি দৃশ্যমান হচ্ছে। এই প্রাতিষ্ঠানিক দুর্বলতা সব সংস্থাকে কাটিয়ে তুলতে হবে।’

স্টেট ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেসের সভাপতিত্বে ও অধ্যাপক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় গোলটেবিল আলোচনায় আলোচক ছিলেন- ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেইন্যান্স) মেজর শাকিল নেওয়াজ, বুয়েটের স্থাপত্য বিভাগের প্রধান ড. নাসরিন হোসাইন, বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মফিজুর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়