শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০৪:১৯ সকাল
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০৪:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হঠাৎ বাংলাদেশ সফর বাতিল করলো নিউজিল্যান্ড দল

আক্তারুজ্জামান : নির্ধারিত সময়ের দশদিন আগে বাংলাদেশ সফর বাতিল করলো নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ১০ এপ্রিল বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড যুব দলের। কিন্তু বাংলাদেশ সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় প্রভাবিত হয়ে সফর বাতিল করেছে বলে জানিয়েছেন তিনি। খবর-প্রথম আলো

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজকে সামনে রেখে দুয়েকদিনের মধ্যেই অনুশীলন শুরুর কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ সফরে আসছে না নিউজিল্যান্ড। সফর বাতিল সম্পর্কে বিসিবি প্রধান নির্বাহী বলেন, ‘নিউজিল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের সিরিজটি বাতিল হয়েছে। নিউজিল্যান্ড বোর্ড জানিয়েছে নির্ধারিত সময়ে সিরিজটি হচ্ছে না।’

ঠিক কি কারণে সফরটি বাতিল হলো জানাতে গিয়ে নিজামউদ্দিন বলেন, ‘সন্ত্রাসী হামলার মানসিক ধকল এখনো কাটিয়ে উঠতে পারেনি তারা। তাদের বাবা-মারা এ সিরিজ খেলা নিয়ে অনিচ্ছা প্রকাশ করেছেন, কারণ ক্রিকেটারের সবাই কম বয়সী।’

প্রসঙ্গত, গত ১৫ মার্চ নিউজিল্যান্ডে ক্রাইস্টচার্চের মসজিদে সন্ত্রাসী হামলায় ৫ বাংলাদেশিসহ ৫০ জন প্রাণ হারান। সেখানেই অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়েরা। এ ঘটনার পর ক্রীড়াঙ্গনসহ সারাবিশ্বে বয়ে যায় শোকের কালো ছাঁয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়