শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০৩:২৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০৩:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফ আর টাওয়ারের তিন মালিকই পারস্পরিক যোগসাজসে হত্যাকাণ্ড ঘটানোর মতো অপরাধ করেছেন, বিবিসিকে পুলিশ

জিয়ারুল হক, নাঈম কামাল : বনানীর এফ আর টাওয়ারের দুই মালিককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের ১০ দিন করে রিমান্ড চাওয়া হয়েছিলো। আদালত তাদের ৭ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে। পুলিশ এজাহারে অবহেলা ও ঔদাসীন্যের জন্য হত্যাযজ্ঞের সঙ্গে যুক্ততার অপরাধে দুই মালিককে গ্রেফতার করতে পেরেছে। তারা দু’জনেই দেশ থেকে সটকে পড়তে চেয়েছিলেন বলে পুলিশের সন্দেহ। আরেক মালিক সম্প্রতি বিদেশে পাড়ি জমিয়েছেন।

রিমান্ডে নেয়া এক মালিক ফারুক ভবন মালিক সমিতির কর্মকর্তা এবং নতুন করে সম্প্রসারিত ভবনের বড় অংশের মালিক। বিবিসির প্রশ্নে ভুক্তভোগীরা এবং পুলিশ বলেছেন, ভবনের পরতে পরতে ছিলো নির্মাণজনিত ত্রুটি।

পুলিশ কর্মকর্তা মশিউর রহমান বলেন, আলোচ্য ভবনে নিরাপত্তাজনিত ব্যাপক ক্রটি ছিলো। তিন মালিকই পারস্পরিক যোগসাজসে হত্যাকাণ্ড ঘটানোর মতো অপরাধ করেছে। তিন মালিকের বিরুদ্ধে ২০৪ ধারায় মামলা চলবে বলেও তিনি জানান।

আইনজীবী শামীম আরা শাম্মী বলেন, বিবাদীদের অপরাধ জামিন অযোগ্য। সর্বশেষ আইনে এ ধরনের অবহেলাজনিত মৃত্যুর ঘটনায় শাস্তির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। স্থপতি ও নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিব বলেছেন, যদি অন্যায়কারী এসব রাঘববোয়লদের আইনের আওতায় শাস্তি হয় তাহলে তার ইতিবাচক প্রভাব সমাজে পড়বে।

গণপুর্তমন্ত্রীও বলেছেন, ভবন মালিকরা অবহেলাজনিত হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত। তবে আশা করা হচ্ছে, রাজউক যে ২৪টি টিম গঠন করেছে তারা ত্রুটিপূর্ন ভবনগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেবে। তবে আমি মনে করি এধরনের ভবনের সংখ্যা রাজউকের পরিসংখ্যানের চেয়ে বেশি। তবে সরকার কতটা ব্যবস্থা নেবে এ নিয়ে সাধারন্যে সন্দেহ রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়