শিরোনাম
◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ চলচ্চিত্র ও টিভি খাতে ভারতের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় হবে: তথ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করলেই ব্যবস্থা: ইসি আলমগীর  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৪৭ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কর্মীদের দাবির মুখেও জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বললেন না ড.কামাল

শিমুল মাহমুদ : রোববার জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি ও জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা করো শীর্ষক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ঐক্যফ্রন্ট।

আলোচনা সভার সভাপতি ড. কামাল হোসেনের বক্তব্যের শুরুতেই দর্শক সারি থেকে বিএনপির নেতাকর্মীরা স্লোগান দিয়ে উঠেন, স্বাধীনতার ঘোষক জিয়া- লও লও লও সালাম। স্লোগানের মুখে ড.কামাল বক্তব্য থামিয়ে কিছুক্ষন চুপ থাকেন। এ সময় নেতাকর্মীরা বিচ্ছিন্নভাবে বলতে থাকেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এ কথা বলতে হবে। তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাড়িঁয়ে নেতাকর্মীদের ধমক দিয়ে বসতে বলেন।

এরপর গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু ড. কামালের কাছে এসে কানে কানে পরার্মশ দেন। মন্টুকে ধমক দিয়ে ড. কামাল বলেন, কেনো কথা বলছো, আমি যা বলেছি, তাই বলবো। এর বাইরে একটি কথাও বলবো না। আর আমি তো সকল বক্তার বক্তব্যেকে সমর্থন জানিয়েছি। ড.কামাল হোসেনের বক্তব্য শেষ হওয়ার পর্যন্ত প্রায় ১০ মিনিট বিএনপির নেতাকর্মীরা জিয়াউর রহমানের নামে স্লোগান দিতে থাকেন।

সভায় জাতীয় ঐক্যফ্রন্টকে আরো সুসংগঠিত করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন ড.কামাল বলেন, বঙ্গবন্ধুর বিষয়ে বিতর্কের কোন অবকাশ নেই। বঙ্গবন্ধু যে জাতির পিতা, উনা'র নেতৃত্বে যে স্বাধীনতার সংগ্রাম হয়েছিল এবং দেশ স্বাধীন হয়েছিল। আর সেই মর্যাদা নিয়ে উনি এখনও আছেন এবং থাকবেন।

কামাল হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালামের সঞ্চালনায় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যে আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সভাপতি ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু প্রমুখ বক্তব্য রাখেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়