শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৪৫ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি গোয়েন্দারা বিশ্বের শীর্ষ ধনী জেফ বেজোসের গোপনীয় তথ্য চুরি করেছে

নূর মাজিদ, রাজ্জাক : বেজোসের প্রধান নিরাপত্তা কর্মকর্তা গেভিন ডে. বেকার। গত শনিবার তার বরাত দিয়ে মার্কিন দৈনিক দ্য বিস্ট প্রকাশিত এক সংবাদে একথা জানানো হয়। বেকারকে মার্কিন ম্যাগাজিন ন্যাশনাল এনকোয়ার এবং সৌদি আরবের স¤পৃক্ততা অনুসন্ধানের দায়িত্ব দিয়েছিলেন বেজোস।

শনিবার ডে. বেকার জানান, ‘বিস্তর তদন্তের পর আমরা অত্যন্ত নিশ্চিতভাবে বলতে পারি জেফ বেজোসের ফোন এবং ইমেইল হ্যাক করে সৌদি গোয়েন্দারা গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য চুরি করে। অনেক মার্কিন নাগরিক জেনে অবাক হবেন, গত অক্টোবরের পর থেকেই জেফ বেজোসের ক্ষতি করার চেষ্টা শুরু করে সৌদি সরকার। ওয়াশিংটন পোষ্ট পত্রিকার মালিক হিসেবে বেজোস সাংবাদিক জামাল খাসোগজি হত্যার নিন্দা জানানোয় তাকে অপদস্থ করার পরিকল্পনা করে সৌদি সরকার। আমাদের অনুসন্ধানে এই ষড়যন্ত্রে সৌদি আরবের স¤পৃক্ততার যেসব প্রমাণ পাওয়া গেছে ইতোমধ্যেই তা আমরা মার্কিন গোয়েন্দাদের কাছে জমা দিয়েছি।’

ইতোপূর্বে ন্যাশনাল এনকোয়ার বেজোসের প্রেমিকা লরেন স্যানচেজের কাছে তার পাঠানো বেশকিছু অন্তরঙ্গ ছবি যোগাড় করে। এসব ছবিকে পুঁজি করে তারা বেজোসকে আর্থিকভাবে জিম্মি করার চেষ্টা করে। ম্যাগাজিনটির শীর্ষ স¤পাদকেরা নির্দিষ্ট পরিমাণ অর্থ না দেয়া হলে বেজোসের নগ্নছবি ফাঁস করে দেয়ার হুমকিও দেয়।

তবে বেজোস হুমকি অগ্রাহ্য করে বিষয়টি প্রকাশ করে দেন। এসময় তিনি নিজস্ব অনুসন্ধানী গোয়েন্দা নিয়োগ দেন। যারা ইতোমধ্যেই বিষয়টিকে সৌদি আরব এবং ট্রা¤েপর পক্ষ থেকে জেফ বেজোসের বিরুদ্ধে পরিকল্পিত ষড়যন্ত্র বলে উল্লেখ করেছেন।

সিএনবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়