শিরোনাম

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩৬ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৪০ হাজার কোটি ডলারের ঘর ছারিয়েছে ভারতের বৈদেশিক মুদ্রা রিজার্ভ

নূর মাজিদ : গত ২২ মার্চ নাগাদ টানা তিন সপ্তাহ ধরে বেড়েছে এই সঞ্চয়ের পরিমাণ। আরবিআই বা রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার তথ্যানুসারে ২৯ মার্চ নাগাদ তাদের বৈদেশিক মুদ্রা মজুদের পরিমাণ আরো ৩৬০ কোটি ডলার বেড়েছে। ফলে ব্যাংকটির সঞ্চিত মোট বৈদেশিক মুদ্রার পরিমাণ ৪০ হাজার ৫৬০ কোটি ডলার হয়েছে।

এই সময়ে বৈদেশিক মুদ্রা রিজার্ভের অন্যতম প্রধান অংশ ছিলো ইউরো, পাউন্ড, ইয়েন, মার্কিন ডলারের মতো বিদেশী মুদ্রাগুলো। সামগ্রিক রিজার্ভের মূল্য মার্কিন ডলারের মাধ্যমেই প্রকাশ করা হয়।

ইতোপূর্বে, ২০১৮ সালের ১৩ এপ্রিল নাগাদ আরবিআই ৪২ হাজার ৬শ কোটি ডলারের রিজার্ভ অর্জন করে। যা কেন্দ্রীয় ব্যাংকটির ইতিহাসে শীর্ষ বৈদেশিক মুদ্রা মজুদ থাকার ঘটনা। এরপরে ভারতীয় রুপির অবমূল্যায়নের জেরে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে থাকে। বছর শেষে যা ৪০ হাজার কোটি ডলারের চাইতে সামান্য কমে আসে।

চলতি মার্চে বিদেশী বিনিয়োগকারীদের ভারতে স¤পত্তি কেনার পরিমাণ বৃদ্ধি করার ফলে শক্তিশালী হয়ে উঠেছে ভারতীয় রুপি। একইসঙ্গে, মুদ্রাবাজারের ক্রেতা-বিক্রতাদের মাঝেও রুপি আরো শক্তিশালী হবে এমন আশা কাজ করছে।

আমদানি-রপ্তানি ব্যয় মেটাতে যার সুফল পেয়েছে আরবিআই। তবে কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ রিজার্ভের মুল্যমান অপরিবর্তিত রয়েছে। ২৯ মার্চ নাগাদ যার বাজারমূল্য ছিলো ২ হাজার ৩৪০ কোটি ডলার।

লাইভমিন্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়