শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩৯ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাবি অফিসার সমিতির নির্বাচনে আওয়ামীপন্থীদের নিরঙ্কুশ জয়

সানজানা শ্রুতি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) অফিসার সমিতির দ্বি-বার্ষিক নির্বাচনে আওয়ামীপন্থীরা নিরঙ্কুশ জয় পেয়েছেন। রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত নির্বাচনে ১৯টি পদের মধ্যে আওয়ায়ীপন্থী প্যানেলের রাহী-রাব্বেল পরিষদ সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪টি পদে বিজয়ী লাভ করে।

অপরদিকে বিএনপিপন্থী প্যানেল শেলী-মুক্তার পরিষদ সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকসহ তিনটি সদস্য পদে বিজয়ী লাভ করে।

এর আগে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জুরেবী ভবনে চলে ভোট গ্রহণ। ভোট গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনার জিয়াউল আলম ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনে বিএনপিপন্থী প্যানেলের সভাপতি প্রার্থী একেএম নাজরুল ইসলাম শেলীকে পরাজিত করে ৩৮৯ ভোট পেয়ে আওয়ামীপন্থী প্যানেল থেকে সভাপতি নির্বাচিন হন মুক্তাদির হোসেন রাহী। অপরদিকে বিএনপিপন্থী প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী মোক্তার হোসেনকে পরজিত করে আওয়ামীপন্থী প্যানেল থেকে ২৭০ ভোট পেয়ে রাব্বেল হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক প্রার্থী কামরুজ্জামান চঞ্চল পান ২৫৭ ভোট।

আওয়ামীপন্থী প্যানেল থেকে অন্য পদে বিজয়ীরা হলেন- সহ-সভাপতি ড. মো. মোস্তফা কামাল, কোষাধ্যক্ষ মখলেসুর রহমান, যুগ্ম সম্পাদক সেলিনা খান সাথী, দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, প্রচার সম্পাদক আবু হানিফ, সাংগঠনিক সম্পাদক ডা. রাজু আহমেদ। এছাড়া সদস্য হিসেবে গোলাম কাওসার, সামিউল ইসলাম রবিন, মকবুল হোসেন, আব্দুল্লাহ মাহমুদ হাসান, সারওয়ার হোসেন নান্নু ও সৈয়দ আরিফ হোসেন।

বিএনপিপন্থী প্যানেল থেকে অন্য পদে বিজয়রী হলেন-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাসুদ রানা, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ড. হাবিবা হায়দার লিচু। এছাড়া সদস্য হিসেবে বিজয়ী হন ড. মাসিহ্উল আলম হোসেন, আনোয়ারুল ইসলাম আনারুল ও ডা. শামীর হোসেন চৌধুরী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়