শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩৩ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০২:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বজুড়ে বৈদ্যুতিক আলো নিভিয়ে ‘আর্থ আওয়ার’ পালিত

নূর মাজিদ : মানুষের সীমাহীন ধবংসযজ্ঞ ও লোভের হাত থেকে পৃথিবীর প্রাকৃতিক ভারসাম্য এবং প্রাণীকুলকে রক্ষা করার জন্য সচেতনতা সৃষ্টির জন্যেই ‘আর্থ আওয়ার’ পালন করা হয়। যা ‘ধরিত্রী বাঁচাও’ আন্দোলনের অংশ। এটি বিশ্বের সবচাইতে বড় তৃণমূল পর্যায়ের মুভমেন্ট। গত শনিবার ‘আর্থ আওয়ার’ পালনের লক্ষ্যে বিশ্বের প্রধান প্রধান শহরের গুরুত্বপূর্ণ সরকারি ভবন এবং ঐতিহাসিক স্থাপনার বৈদ্যুতিক বাতি ৬০ মিনিটের জন্য বন্ধ রাখা হয়। যার সঙ্গে অনেক বেসরকারি দফতরও এবার যোগ দিয়েছে।

প্রতিষ্ঠানগুলো নিজ নিজ অঞ্চলের স্থানীয় সময় রাত ৮.৩০ মিনিট থেকে ৯.৩০ মিনিট পর্যন্ত বৈদ্যুতিক বাতি নিভিয়ে একাত্মতা ঘোষণা করে। শুধু ভারতের রাজধানী নয়া-দিল্লীতে একঘণ্টা বাতি নিভিয়ে রাখায় ২৫৮ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় হয়। বার্তা সংস্থা এএনআই স্থানীয় বিদ্যুৎ উৎপাদক কো¤পানিগুলোর বরাতে বিষয়টি নিশ্চিত করে।

এবারের আর্থ আওয়ারের মূল প্রতিপাদ্য ছিলো জলবায়ু পরিবর্তন, বিশ্বের উদ্ভিদ এবং প্রাণীকুলের বিলুপ্তি স¤পর্কে জনসচেতনতা সৃষ্টি করা। যার কারণে, সিডনির অপেরা হাউজ, প্যারিসের আইফেল টাওয়ার এবং এথেন্সের আক্রোপলিসের মতো অনেক বিশ্বখ্যাত স্থাপনার আলো নিভিয়ে রাখা হয়। রাতের নিñিদ্র অন্ধকারে ঢাকা পড়ে এসব স্থাপনা।

ওয়ার্ল্ড ওয়াইল্ডলাফ ফান্ড বা ডব্লিউডব্লিউএফ ‘আর্থ আওয়ার’ কর্মসূচীর মূল উদ্যোক্তা। যা এবার ১৩তম বারের মতো পালিত হলো। বিশ্বজুড়ে ১৮০টি দেশ এবং ৭ হাজার শহরের কয়েক কোটি মানুষ এবার এই কর্মসূচীতে অংশ নেয়। তারা একঘণ্টা বৈদ্যুতিক বাতি বন্ধ রাখার মাধ্যমে জ্বালানি সাশ্রয় এবং সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এই উপলক্ষ্যে দেয়া এক বিবৃতিতে ডব্লিউডব্লিউএফ জানায়, ‘আমরাই প্রথম প্রজন্ম যারা জানি যে আমরা পৃথিবীকে নিজহাতে ধবংস করছি। এবং আমরাই সর্বশেষ প্রজন্ম যারা এই ব্যাপারে কিছু করা ক্ষমতা রাখি। আমাদের কাছে এই সংকটের সমাধান রয়েছে, তবে আমাদের আওয়াজ এখন মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।’

তবে আলো নিভিয়ে রাখা একটি প্রতিকী পদক্ষেপ মাত্র। গত দশকে প্রাণ-বৈচিত্রেপূর্ণ গালাপোগাস দ্বীপপুঞ্জে প্লাস্টিক নিষিদ্ধকরন এবং কাজাখস্তানে ১ কোটি ৭০ লাখ বৃক্ষরোপণের সফল কর্মসূচী পালন করে ডব্লিউডব্লিউএফ।

আজকের দিনের সংকট স¤পর্কে সংস্থাটি জানায়, ১৯৭০ সালের পর থেকে মানুষের কারণে বিশ্বের ৬০ শতাংশ মেরুদ-ী প্রাণী বিলুপ্তির শিকার হয়েছে। যাদের মধ্যে রয়েছে মাছ, পাখি, উভচর, সরীসৃপ এবং স্তন্যপায়ী প্রাণী।

ইয়ন নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়