শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দৌলতখানে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

মামুন হাওলাদার : চতুর্থ ধাপে ভোলার দৌলতখান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। রোববার সকাল ৮ থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলছে । কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম ছিল ।

অধিকাংশ ভোট কেন্দ্রে ভোটারদের লাইন চোখে পড়েনি। কয়েকটি কেন্দ্রে সকাল ৯টা পর্যন্ত ভোটার দেখা যায়নি। কেন্দ্রের প্রিসাইডিং ও আইন শৃঙ্খলা বাহিণীর সদস্যদের অলস সময় কাটাতে দেখা গেছে। সকাল সাড়ে নয়টার দিকে জয়নগর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অলস সময় কাটাচ্ছেন। সবাই যেন ভোটারদের অপেক্ষায় রয়েছেন।

দৌলতখান উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে মোঃ মনজুর আলম খান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আইনুন নাহার রেনু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে প্রতিদ্বদ্বিতা হয়। এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন, মোশারফ হোসেন কান্টু( প্রতীক তালা), মোহাম্মদ ছিদ্দিক মিয়া(প্রতীক উড়োজাহাজ), আব্দুল অদুদ( প্রতীক টিউবওয়েল)। বিকাল ৪টার পর স্বচ্ছ ব্যালট বাক্স থেকে ব্যালট পেপারগুলো বের করা হয়। শুরু হয় গণনার কাজ।

কয়েকটি কেন্দ্রের ভোট গণণা শেষে প্রাপ্ত ফলাফলে ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ছিদ্দিক মিয়া প্রতিদ্বদ্বি প্রার্থীর চেয়ে এগিয়ে রয়েছেন বলে খবর পাওয়া গেছে। দৌলতখান পৌরসভার ৩৫ নং পশ্চিম রামরতন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে জানা গেছে, ভাইস চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ছিদ্দিক মিয়া ৩৩৭ ভোট, মোশারফ হোসেন কান্টু ৩১ ও আব্দুল অদুদ পেয়েছেন১৬ ভোট। ওই কেন্দ্রে মোট ভোটার ২৯০৮ জন । উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোট গ্রহণ শেষ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়