শিরোনাম
◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী

প্রকাশিত : ০১ এপ্রিল, ২০১৯, ১২:৪২ দুপুর
আপডেট : ০১ এপ্রিল, ২০১৯, ১২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলতি ডিপিএলে আবাহনী দলের পারফরমেন্স নিয়ে সন্তুষ্ট নয় কোচ সুজন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি আসরে তারকা বহুল দল ডিপেন্ডিং চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড। তারকা বহুল দল হয়েও চলতি আসরে তেমন দাপট দেখাতে পারেনি। এই দলের টপ অর্ডারে নিজের দিনে প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে ফেলতে পারেন আবাহনীর ওপেনার সৌম্য সরকার। মিডেল অর্ডারে মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম শান্তর মতন তারকা ক্রিকেটাররা।

সাব্বির রহমানের মতন বিধ্বংসী ফিনিশারকে পেয়েছে আবাহনী। বোলিং আক্রমণে রুবেল হোসেন, সাইফউদ্দিনের সাথে আছেন মাশরাফি বিন মুর্তজা। স্পিন আক্রমণেও জাতীয় দলের নিয়মিত সদস্য নাজমুল ইসলাম অপু। তবুও এখন পর্যন্ত ধারাবাহিকভাবে দাপটের সাথে ম্যাচ জিততে পারেনি আবাহনী।

এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬টিতেই জয়ের দেখা পেয়েছে। প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে একমাত্র হারের স্বাদ পেয়েছে আবাহনী। পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও নিজেদের মাঠের পারফরমেন্সে মোটেও সন্তুষ্ট নন আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন। তিনি বলেন, ‘অবশ্যই। আপনি যদি দেখেন, টপ অর্ডারে সৌম্য, অমি, তিনে ওয়াসিম, মোসাদ্দেক-শান্ত আছে পরে। সাব্বির আছে। মিঠুনকে আমরা মিস করছি দুই ম্যাচ ধরে, সাতে সাইফউদ্দিন, আটে মিরাজ। টপ অর্ডার, মিডেল অর্ডার... মিডেল অর্ডার যদি দেখেন, আমাদের মিডেল অর্ডার সবচেয়ে সেরা আমি মনে করি।

তিনি আরো বলেন, ‘চার থেকে আট পর্যন্ত এতগুলো ব্যাটসম্যান, ওই টিমের তো আসলে নির্দয় ভাবেই জেতা উচিত। বোলিংয়ে আমাদের দেশ সেরা সব ফাস্ট বোলার, সাইফউদ্দিন, রুবেল, মাশরাফি। স্পিনে সানজামুল, অপু, মিরাজ। সত্যি কথা বলতে, প্রায় ন্যাশনাল টিমের মতই। সেই টিমের আসলে নির্দয় ভাবেই জেতা উচিত।’

তবে কঠিন মুহূর্ত পার করে জয় তুললে সক্ষম হওয়ায় ইতিবাচক দিক দেখছেন সুজন। তার ভাষায়, ‘আমরা কিন্তু উত্তরার সাথে ছাড়া কোন ম্যাচে ওইভাবে সহজে জিততে পারি নি। জিতেছি ম্যাচ, জেতা সহজ ছিল না। তবে এটাও ভালো যে চ্যালেঞ্জের মুখে পড়েছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়