শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কানাডায় বিট কয়েনে কর দেয়ার সুযোগ

রাশিদ রিয়াজ : ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টো কারেন্সি নিয়ে প্রচুর বিতর্ক থাকলেও কানাডায় সেই বিটকয়েনে শনিবার থেকে কর দেয়ার সুযোগ পাচ্ছেন দেশটির নাগরিকরা। সাউদার্ন অন্টারিওর ইনিসফিল শহরে বিট কয়েনে কর দেয়ার সুযোগ এক বছরের পাইলট কর্মসূচির অংশ হিসেবে চালু হওয়ার পর বিশেষজ্ঞরা পরীক্ষা করে দেখবেন আদতেই এধরনের ডিজিটাল মুদ্রা বিকল্প নির্ভরযোগ্য মুদ্রা হিসেবে কাজ করে কি না। কানাডার নাগরিকরা তাদের সম্পদ কর বিট কয়েনে দেয়ার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে কানাডায় ‘লাইটকয়েন’এর মাধ্যমে নাগরিকরা এধরনের কর দেয়ার সুযোগ পাবেন। টিএনডব্লিউ

ইনিসফিল শহরের মেয়র লিন ডলিন এক বিবৃতিতে বলেছেন, প্রথমবারের মত বিটকয়েনে নাগরিকদের কর দেয়ার সুযোগ চালু করে আমরা গর্ব বোধ করছি। বিশ^ এটি উপলব্ধি করবে যে আমরা উদ্ভাবনী সম্প্রদায় হিসেবে ভবিষ্যতের জন্যে এখন প্রস্তুত। টরেন্টো ভিত্তিক ক্রিপ্টোকারেন্সি কোম্পানি কয়েনবেরি’র সিইও আন্দ্রেই পলিয়াকভ বলেছেন, বিটকয়েনে কর দেয়ার সুযোগ কানাডা’কে ইতিহাসে স্থান করে দিয়েছে। ক্রেডিট কার্ডে কর দিতে গেলে যেখানে সাড়ে ৩ শতাংশ ফি দিতে হয় সেখানে ক্রিপ্টোকারেন্সিতে দিতে হবে তার অর্ধেক।

২০১৭ সালের ডিসেম্বরে এক বিটকয়েনের মূল্য সর্বোচ্চ ১৫ হাজার ৮’শ পাউন্ডে ওঠে। পরে অবশ্য বিটকয়েনের মূল্য পড়ে যায়। ব্যাংকে যাতায়াত ছাড়াই ভবিষ্যতে অনেকে এই ডিজিটাল মুদ্রার লেনদেনে অভ্যস্ত হয়ে উঠবে বলে ধারণা করা হচ্ছে। তবে বিটকয়েন লেনদেনে বেশ কয়েকটি বড় ধরনের আর্থিক জালিয়াতির কারণে এধরনের ডিজিটাল মুদ্রা নিয়ে ভীতি এখনো দূর হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়