শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১০:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসআই নিয়োগে অবিবাহিত আর উচ্চবংশীয় শর্ত কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল

জিয়ারুল হক : পুলিশের উপপরিদর্শক (এসআই) পদে নিয়োগের ক্ষেত্রে প্রবেশনারি পর্যায় পর্যন্ত প্রার্থীর অবিবাহিত থাকা এবং সামাজিক মর্যাদাসম্পন্ন ও উচ্চবংশীয় হওয়ার শর্ত কেন অসাংবিধানিক ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এসআই নিয়োগে অবিবাহিত আর উচ্চবংশীয় শর্ত কেন অসাংবিধানিক নয়, হাইকোর্টের রুল । চ্যানেল আই

আইন সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগের দুই সচিব ও পুলিশ প্রধানকে চার সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল পূরবী সাহা। এসময় তার সঙ্গে ছিলেন আইনজীবী পূরবী রানী শর্মা।

আইনজীবী ইশরাত হাসান রুল জারির পর বলেন, পুলিশ প্রবিধানের ৭৪১ এর (চ) দফার (১) নং উপ-দফায় বলা হয়েছে, পুলিশের সাব ইন্সপেক্টটর হিসেবে নিয়োগ পেতে হলে প্রার্থীকে অবশ্যই উচ্চ সামাজিক মর্যাদাসম্পন্ন ও উচ্চবংশীয় হতে হবে।

প্রবিধানের ৪ নং উপ-দফায় বলা হয়েছে, প্রার্থীকে অবিবাহিত হতে হবে এবং তার শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবিবাহিত থাকতে হবে। যা সংবিধানের ২৯ ও ৩২ অনুচ্ছেদের সাথে সাংঘর্ষিক।

এমতাবস্থায় শিক্ষাগত যোগ্যতাসহ সকল যোগ্যতা থাকার পর শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে প্রবিধানের শর্ত অনুযায়ী ঢাকার খিলগাঁওয়ের বাসিন্দা মো. হোসেন খান এসআই পদে আবেদন করতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়