শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে লামা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

মো. নুরুল করিম আরমান, লামা প্রতিনিধি : দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিতকরণ, উদ্বুদ্ধকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠিকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে লামা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে তথ্য অফিস মিলনায়তনে উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সাংবাদিকদের ব্রিফিং দেন সহকারী তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী। এতে মহিলা বিষয়ক কর্মকর্তা রাহেলা পারভিন, প্রেসক্লাবের সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, সাধারন সম্পাদক মো. কামরুজ্জামান, সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন অতিথি ছিলেন। এ সময় অন্যদের মধ্যে সাংবাদিক মো. ফরিদ উদ্দিন, মো. নুরুল করিম আরমান, শ্রীকান্ত খগেশ প্রতি চন্দ্র খোকন, মো. রফিকুল ইসলাম, ইউছুপ মজুমদার, এম বশিরুল আলম, সাহাব উদ্দিন রিটু, তৈয়ব আলী, বেলাল আহমদ, মো. জাহিদ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, সরকার আধুনিক প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ বিনির্মানে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০১৪ সালের মধ্যে উন্নত দেশে রুপান্তর করার লক্ষে কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিভিন্ন সেক্টরে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। দেশ বর্তমানে খাদ্যে স্বয়ং সম্পূর্ণ। মানুষের মাতাপিছু আয় বেড়েছে। মৃত্যুর হার কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার মজুদ বেড়েছে। সরকারী চাকুরীর ক্ষেত্রে নারীদের অগ্রাধিকার প্রদান এবং নারীর অধিকার সুরক্ষায় বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপনের মাধ্যমে মহাকাশে বাংলাদেশ সফলতা অর্জন করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব হয়েছে। এছাড়া রাস্তা, ঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, বিদ্যুৎ, বিভিন্ন ভাতা ও বৃত্তি প্রদানসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

তথ্য অফিসার মো. রুহুল আমিন চৌধুরী বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতি বিষয়ে জনগণকে অবহিতকরণ, উদ্বুদ্ধকরণ এবং গ্রামীণ জনগোষ্ঠিকে উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষে আজ উপজেলার সরই উচ্চ বিদ্যালয়ে জনসচেতনতামূলক সেমিনার এবং চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়