শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৭:৩৫ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৭:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনবিসি অনুসরণ করলে অগ্নি দুর্ঘটনার আশংকা অনেকাংশেই কমে যায়, বললেন দমকল কর্মকর্তা শাহজাহান

আল-আমিন: ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সর সিনিয়র কর্মকর্তা শাহজাহান সিকদার বলেছেন, ন্যাশনাল বিল্ডিং কোড (এনবিসি) অনুসরণ করলে ভবনে অগ্নি দুর্ঘটনার আশংকা বা ঝুঁকি অনেকাংশে কমে যায়। উচু ভবনে আগুন লাগলে সবার আগে মাথায় রাখতে হবে, কিভাবে নিরাপদে আটকে পড়া মানুষদের নামিয়ে আনা যায়। এর জন্য প্রতিটি উচু ভবনে ফায়ার এক্সিট সিড়ি থাকতে হবে। প্রতিটা ফ্লোরেই জরুরী নির্গমন পথের দরজা থাকতে হবে যাতে আগুন লাগলে সবাই দ্রুত বের হয়ে আসতে পারে। বিবিসি

তিনি বলেন, জরুরী নির্গমণ দরজায় একটা পুশ বাটন থাকবে যেখানে অন্ধকারে পুশ করলেও দরজা খুলে যাবে। আবার জরুরী নির্গমণ দরজায় হাই প্রেসার বাতাসের ব্যবস্থা থাকবে, যেটি ফ্লোরের দিকে বহমান হবে। এতে করে বিপরীত বাতাসের ফলে আগুন বা ধোঁয়া সিঁড়ির দিকে আসতে পারবে না।

আগুন লাগার পর আটকে পড়াদের প্রথম কাজ সর্ম্পকে তিনি বলেন, আগুন লাগার পর যদি সম্ভব হয় নিচে নেমে আসতে হবে। কারণ আগুনের ধর্মই হচ্ছে উপরের দিকে ওঠা। আবার ভবন প্রচন্ড ধোঁয়ায় পূর্ণ থাকলে ধোঁয়া থেকে বাঁচতে দাড়িয়ে না থেকে শুয়ে ক্রলিং করে বর্হিগমনের দিকে যেতে হবে।

তিনি আরো বলেন, আগুন লাগার পূর্বেই আমাদের প্রতিটা ভবনে আগুন বা স্মোক ডিটেকশন সিস্টেম রাখতে হবে। সেগুলো নিয়ন্ত্রণ করা হবে নিচে কন্ট্রোল রুম থেকে, যেখানে সবসময় দক্ষ ফায়ার ফাইটাররা থাকবে। বহুতল ভবনে অগ্নি নির্বাপণ সরঞ্জাম থাকতে হবে, সেগুলো মাঝে মাঝে ব্যবহার করে দেখতে হবে ব্যবহার উপযোগী আছে কিনা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়