শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৬:৪৮ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলা ডিবিতে

সুজন কৈরী : বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি-উত্তর) হস্তান্তর করা হয়েছে। এখন থেকে মামলাটি ডিবি পুলিশই তদন্ত করবে।

এদিকে এ মামলায় গ্রেফতার দুই আসামিকে ১০দিন করে রিমান্ড চেয়ে আদালতে পাঠাবে পুলিশ।

ডিবি উত্তরের এডিসি গোলাম সাকলাইন সিথিল জানান, মামলাটি ডিবি তদন্ত করবে। এরইমধ্যে দুই আসামি গ্রেফতার হয়েছে। তাদের আদালতে পাঠানে হবে। অধিকতর তদন্তের জন্য তাদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড চাওয়া হবে।

এর আগে শনিবার রাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এফ আর টাওয়ারের জমির মালিক এসএমএইচ আই ফারুক (৬৫) এবং ১০টা ৪৫ মিনিটে বারিধারার বাসা থেকে ভবনের বর্ধিত অংশের মালিক বিএনপি নেতা তাসবির উল ইসলামকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে বনানীর ২৩তলা বিশিষ্ট এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট আগুন নেভানোসহ ও হতাহতদের উদ্ধার করে। পাশাপাশি সেনা, বিমান ও নৌবাহিনী এবং পুলিশ-র‍্যাব, রেড ক্রিসেন্টসহ ফায়ার সার্ভিসের প্রশিক্ষিত অনেক স্বেচ্ছাসেবী অগ্নিনির্বাপণ ও উদ্ধার কাজে অংশ নেয়। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন মারা গেছেন।

অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার রাতে বনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিল্টন দত্ত বাদী হয়ে জমির মালিক এস এম এইচ আই ফারুক (৬৫), রুপায়ন গ্রুপ চেয়ারম্যান লিয়াকত আলী খান ওরফে মুকুল (৫৭), কাশেম ড্রাইসেল লিমিটেডের স্বত্ত্বাধিকারী তাজভিরুল ইসলাম (৬২) ও এফআর টাওয়ার বিল্ডিং ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দসহ অজ্ঞাতনামা আরো অনেকের নামে বনানী থানায় একটি অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে একই থানায় মামলা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়