শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৪:৪১ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৪:৪১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লোকসভা নির্বাচনের আগেই বিজেপি ছেড়ে কংগ্রেসে শত্রুঘ্ন

মুসফিরাহ হাবীব: লোকসভা নির্বাচনের আগে সব জল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ শত্রুঘ্ন সিনহা।

গত একবছর থেকেই বিজেপি’র বিভিন্ন পদক্ষেপের সমালোচনা করে আসছেন তিনি। কংগ্রেসে তার যোগ দেওয়া নিয়ে জল্পনা ছিল আগে থেকেই। এ সপ্তাহের শুরুতেই কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর প্রশংসা করে শত্রুঘ্ন বলেছিলেন, রাহুল গান্ধী “পরিস্থিতির মাস্টার”। পাশাপাশি রাহুলের প্রস্তাবিত নিম্ন আয় গ্যারান্টি প্রকল্পেরও প্রশংসা করেছিলেন তিনি।

শত্রুঘ্ন সিনহা প্রায় তিন দশক ধরে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন। তবে ২০১৪ সালে পাটনা সাহিব থেকে সাংসদ নির্বাচিত হওয়ার পর বিজেপি’র কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নানা বিষয়ে তার মতবিরোধ হয়। মাঝেমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সমালোচনা করেছেন তিনি।

গত বৃহস্পতিবার রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে শত্রুঘ্ন সংবাদমাধ্যমকে জানান, তিনি কংগ্রেসে যোগ দিচ্ছেন। ৬ এপ্রিল থেকে কংগ্রেসে তার নতুন যাত্রা শুরু হবে। আর কংগ্রেসও তার জনপ্রিয়তাকে গোটা দেশে কাজে লাগাতে চায়। তাকে তারকা প্রচারক হিসেবে ব্যবহারের পরিকল্পনা করছে দল।

রাহুলের সঙ্গে সাক্ষাৎ শেষে তার প্রশংসায় শত্রুঘ্ন বলেছেন, “রাহুল গান্ধী খুব উত্সাহী ও ইতিবাচক মানুষ। তিনি আমার প্রশংসা করে বলেছেন, আমি বিজেপি’তে থেকেই বিদ্রোহ ও সমালোচনা করেছি। রাহুল আমার চেয়ে ছোট, কিন্তু আজ তিনি দেশের একজন জনপ্রিয় নেতা। আমি নেহরু-গান্ধীর পরিবারের সমর্থক। আমি মনে করি তারাই দেশের নির্মাতা।”

  • সর্বশেষ
  • জনপ্রিয়