শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৯:৪৩ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৯:৪৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গরীব ও অসহায় মানুষের আশার আলো ডা: বারীর স্কুল

রুহুল আমিন : ২২ বছর ধরে যশোরে ব্যাক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত ও পরিচালিত ডা. আব্দুল বারী মেমোরিয়াল প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে। স্কুলের শিক্ষক শিক্ষিকাসহ সব কর্মকর্তাদের চেষ্টায় দেড় শতাধিক শিক্ষার্থী জ্ঞানের আলোয় আলোকিত হচ্ছে। ইনডিপেনডেন্ট টিভি।
১ বছর আগে যশোর শহরের নীলগঞ্জ এলাকায় শিল্পী খাতুনের স্বামী মারা যান। এর পর তিনি বাসাবাড়িতে কাজ শুরু করেন। এতে তিনি সামান্য টাকা বেতন পান। এই অল্প টাকায় তার একমাত্র ছেলেকে তিনি লেখাপড়া করাতে পারছেন না। তিনি সে সময় আব্দুল বারী মেমোরিয়াল স্কুলের কথা জানতে পেরে সেখানে তার ছেলেকে ভর্তি করিয়ে নিশ্চিত হন।

শিল্পী খাতুন বলেন, আব্দুল বারী মেমোরিয়াল স্কুল গরিব ও অসহায়দের জন্য যেনো আজীবন এমন বিনামূল্যে শিক্ষা দিতে পারেন সে কামনা মহান আল্লাহর কাছে করি। এ স্কুলটি হওয়াতে আমরা অনেক উপকৃত।
প্রয়াত ডা: আব্দুল বারী স্বপ্ন ছিলো অনেক বড় একটি স্কুল নির্মাণ করা। স্কুলটিতে যেনো বিনামূল্যে শিক্ষার্থীরা পাঠদান নিতে পারেন। এলাকাবাসীর উদ্যোগে সে স্বপ্ন বাস্তবায়ন করেন তার সন্তানেরা।

শিক্ষার্থীরা বলেন, স্কুলটিতে কিছু সঙ্কট রয়েছে। পর্যাপ্ত ফ্যান নেই। যার কারণে প্রচুর গরম লাগে। এতে আমরা ক্লাস করতে পারি না। বৃষ্টির সময় মাঠে কাদা হয়ে যায়। আর ক্লাসে পানি চলে আসে। যার কারণে অনেক সময় স্কুলটি বন্ধ থাকে। এতে আমাদের পাঠদানে সমস্যা হয়।

শিক্ষক ও অভিভাবকরা বলেন, স্কুলটি বিনামূল্যে দুই যোগ ধরে শিক্ষার্থীদের পাঠদান করে আসছে। স্কুলটি যদি সরকারি হয় স্থানীয়ভাবে আমাদের জন্য অনেক ভালো হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়