শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৪:০২ সকাল
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটক ‘অবশেষে তুমি’তে অভিনয় করেছেন মনোজ-নাদিয়া

আবু সুফিয়ান রতন : মনোজ কুমার আর অভিনয় করবেন না। ক’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ঘোষণাই দিয়েছিলেন। কেন দিয়েছিলেন কিছুই জানাননি তিনি। তবে ঘোষণা পর্যন্তই শেষ। অভিনয় ছাড়েননি তিনি। নিয়মিতই অভিনয় করছেন। সম্প্রতি অভিনয় করলেন নতুন একটি নাটকে। নাম ‘অবশেষে তুমি’। এতে মনোজের সঙ্গে অভিনয় করেছেন টিভি অভিনেত্রী নাদিয়া খানম নদী।

শাহজাদা মামুনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মিশুক মনি। উই ডু ক্রিয়েশনসেনর প্রযোজনা এটি।

নাটকটির গল্পে দেখা যাবে, সাগর কক্সবাজার যাবার প্রথম বাস মিস করে পরের বাসে উঠে বসে মৌ এর পাশের সীটে। পুরো পথ সাগর মৌ এর গায়ে পড়ে কথা বলে মৌ এর মাথা ধরিয়ে দেয়। বাস কক্সবাজার পৌছালে মৌ নেমে চলে যাবার সময় সাগর জানায় আসলে মৌ এর মন খারাপ দেখে তার মন ভাল করার জন্য নানাভাবে চেষ্টা করেছে সে। এরপর মৌ এক রাত না পেরুতেই সাগরকে মিস করতে থাকে। পরে দেখা হয়, আবার হারিয়েও পেলে। অবশেষে তাদের কী প্রেম হয়? পাশাপাশি সমুদ্র তীরে বসে সূর্যাস্থ দেখা হয় কী তাদের? উত্তর পেতে নাটকটি প্রচার হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।

নাটকটি নিয়ে পরিচালক মিশুক মুনির বলেন, রোমান্টিক একটি ফিকশন এটি। সম্প্রতি কক্সবাজারে নাটকটির শুটিং শেষ করেছি। আশা করি গল্পটি দর্শকদের ভালো লাগবে।

নাটকের অভিনেত্রী নাদিয়া নদী নাটকটির গল্প নিয়ে বেশ সন্তুষ্ট প্রকাশ করেন। বলেন, কক্সবাজারে এসে দুইজন মানুষের প্রেমে জড়ানোর গল্প। শুটিং করে বেশ আনন্দ পেয়েছি। আশা করি নাটকটি দর্শকরা উপভোগ করবেন।

নাটিকটিতে বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন অনুভব মাহবুব। শিগগিরই নাটকটি কোন একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে বলে জানান নির্মাতা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়