শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুলবাড়ী সীমান্তে আটকের ৫ঘন্টা পর বাংলাদেশি কৃষককে ফেরত

সৌরভ কুমার ঘোষ, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিষা কোটাল সীমান্তে আটকের ৫ ঘন্টা পর আফছার আলী (৫৫) নামে এক বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ। শনিবার দুপুর ১২টায় তাকে আটকের পর বিকেল ৪টা ৪০ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।

এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, আফছার আলী খলিষাকোটাল সীমান্তের আন্তর্জাতিক পিলার নং-৯৩৫/১ এর নিকটে জমিতে কাজ করতে যান। ওই সময় তিনি ভুলে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় টহলরত ৩৮ বিএসএফ বসকোটাল বিওপি’র সদস্যরা তাকে জোর করে ধরে নিয়ে যায়। ওই খবর বালারহাট বিওপি বিজিবি সদস্যরা জানতে পেয়ে সীমান্তে টহল জোরদার করেন এবং কৃষককে ফেরৎ চেয়ে বিএসএফ’র কাছে পত্র প্রেরণ করে। পরে বিকাল ৪টা ৪০ মিনিটে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত প্রদান করে ভারতীয় বিএসএফ।

লালমনিরহাট ১৫ বিজিবি শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন। পতাকা বৈঠকে বাংলাদেশের ৬ সদস্যের দলের পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি’র শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ও ভারতের ৫ সদস্যের দলের পক্ষে নেতৃত্ব দেন ৩৮ বিএসএফ বসকোটাল বিওপি’র এ্যাসি কৈলাশ চন্দ্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়