শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০১:৫৪ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘বিখ্যাত আয়া সোফিয়াকে আবারো মসজিদে রূপান্তরিত করা হবে’

নিউজ ডেস্ক : তুরস্কের বিখ্যাত আয়া সোফিয়া জাদুঘর (যা পূর্বে মসজিদই ছিলো) শিগগির মসজিদে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

সম্প্রতি তুরস্কের প্রাচীন নগরী ইস্তাম্বুলে দেয়া এক বক্তৃতায় তিনি এ কথা জানান। তিনি বলেন, আসন্ন ৩১ মার্চে অনুষ্ঠেয় স্থানীয় নির্বাচনের পরেই আমরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবো।

কিছুদিন আগে তুরস্কের একটি টিভি চ্যানেলকে সাক্ষাতকার প্রদানকালে এরদোগান জানিয়েছিলেন, “অতি শীঘ্রই আয়া সোফিয়ায় প্রবেশ বিনামূল্যে করা হবে” কিন্তু কেউ তখন তার এ কথার রহস্য বুঝতে পারেনি।

তবে সাম্প্রতিক দেয়া এই বক্তৃতায় সব রহস্যের উন্মোচন হয়ে গেলো, বিনামূল্য দ্বারা তিনি জাদুঘরকে মমসজিদে রূপান্তরের কথাই বোঝাতে চেয়েছিলেন।

উল্লেখ্য, উসমানী খেলাফতের পতনের আগ পর্যন্ত আয়া সোফিয়া ছিল বিশ্বের অন্যতম সেরা মসজিদের একটি এবং তুরস্কের সবচে বড় মসজিদ। ১৪৫৩ সালে উসমানীয় খলীফা দ্বিতীয় মুহাম্মাদ কনস্টান্টিনোপেল জয় করার পর এটিকে মসজিদে রুপান্তর করেন।

কিন্তু ইসলাম বিদ্বেষী হিসেবে পরিচিত কামাল আতার্তুক ক্ষমতা দখলের পর ১৯৩৫ সালে ধর্মনিরপেক্ষতাবাদের নামে মসজিদটিকে জাদুঘর বানিয়ে ফেলে।

বর্তমান এরদোগান সরকারের আমলে সেটিকে ফের মসজিদের রূপে ফিরিয়ে আনা নিয়ে আগে থেকেই আলোচনা চলছিলো। এরদোগান অনেক আগেই এটিকে ধীরে ধীরে মসজিদে রূপান্তর করার কাজে হাত দিয়েছিলেন।

দীর্ঘ ৮৫ বছরের মধ্যে ২০১৫ সালেই প্রথমবারের মতো একজন আলেম আয়া সোফিয়াতে কোরআন পাঠ করেন। এর পর থেকে তুরস্কের ধর্মীয় কর্তৃপক্ষ প্রতি বছর রমজানে সেখানে কুরআন পাঠ ও দোয়া মাহফিলের আয়োজন করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়