শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০১:৪৯ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেএমবির দক্ষিণাঞ্চল প্রধান গ্রেফতার

সুজন কৈরী : নারায়ণগঞ্জ সদরের লঞ্চঘাট থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান মো. তরিকুল ইসলাম ওরফে তারেক ওরফে বাপ্পী ওরফে সাকিব ওরফে নাজমুস সাকিবকে (৩০) শুক্রবার রাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট, প্রশিক্ষণ ম্যানুয়াল ও ১টি চাপাতি উদ্ধার করা হয়।

শনিবার ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলেপ উদ্দিন জানান, অনুসন্ধানে ও জিজ্ঞাসাবাদে জানা গেছে, ২০০৪ সাল থেকে বাগেরাট, খুলনা ও ঢাকার কয়েকটি মাদ্রাসায় পড়ালেখা শেষে ২০১৩ সালে কামিল পাশ করেন। পরে ২০১১ সালে আহসান উল্লাহ ইউনির্ভাসিটি অব সায়েন্স এন্ডটেকনোলজি থেকে বিবিএ পাশ করে। ২০১৩ সালে এমবিএ পড়ার সময়জসিম উদ্দিন রাহমানির বছিলা মসজিদে বয়ান শুনতে যেতেন। জসিম উদ্দিন রাহমানির বয়ান শুনে উগ্রবাদে উদ্বুদ্ধ হন তিনি। ওই সময় জেএমবির দক্ষিণাঞ্চলের প্রধান আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে পরিচয় হয়। পরে মামুনের সহায়তায় তিনি জেএমবিতে যোগ দেন। ২০১৬ সালে বাগেরহাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে মামুন নিহত হলে সাকিব দক্ষিণাঞ্চলের দায়িত্ব পান। এরপর খুলনা, বাগেরহাট, বরগুনা, পিরোজপুর ও যশোরসহ দেশের বিভিন্ন এলাকায় জেএমবির কর্মীসংগ্রহের কাজ করেন। র‌্যাব-১১ এর অভিযানে আগে গ্রেফতার হওয়া মাহবুবুর রহমান উকিল, কাইয়ুম হাওলাদার, কাউছার বিন হালিম, হামদান বিন ফিরোজ, মামদুদুর রহমান মিশু, কামরুল, ইউনুছসহ ৫০জন সদস্য জেএমবিতে যোগ দেয় সাকিবের মাধ্যমে।

আরো জানা যায়, প্রথম পর্যায়ে সাকিব জেএমবির সামরিক শাখার সদস্য ছিলেন। তিনি জামালপুরের যমুনা নদীর চর, আব্দুল্লাহ আল মামুনের বাসার ছাদসহ বিভিন্ন জায়গায় জেএমবির অস্ত্র প্রশিক্ষণ নিয়েছেন। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতায় ২০১৭ সালে আত্মগোপন চলে যান সাকিব। আত্মগোপনে থাকা অবস্থায় ঢাকায় এসে তার দায়িত্বপূর্ণ এলাকা দক্ষিণাঞ্চলের পাশাপাশি ঢাকা ও এর আশেপাশের জেলাগুলোতে জেএমবির দাওয়াতি কাজসহ সম্পূর্ণ নতুন ভাবে সদস্য সংগ্রহ করে সংগঠনকে পূর্ণগঠনের চেষ্টা করে। সে জেএমবিকে পূর্ণগঠনেরজন্য অস্ত্র সংগ্রহের চেষ্টা অব্যহত রেখেছে। এছাড়া, জামালপুরের যমুনা নদীর চরে জেএমবির নতুন ১টি প্রশিক্ষণ শিবির খোলার চেষ্টা করছিল। তার বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে বাগেরহাটে কচুয়া থানায় ১টি, ডিএমপি যাত্রাবাড়ী থানায় ১টি, নরসিংদী সদর থানায় ১টি, নারায়ণগঞ্জেরবিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়