শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ০১:০১ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ০১:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রিয়াঙ্কার প্রভাবে কংগ্রেসের ২০ শতাংশ শক্তি বেড়েছে!

রাশিদ রিয়াজ : মাত্র দু’মাসে বদলে গেছে কংগ্রেসের অন্দরমহলের ছবিটা। আরও শক্তিশালী হয়েছে দল। এই সবটাই নাকি হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর ক্যারিশমার জোরে। কী এমন হল এই ক’দিনে! ২৩ জানুয়ারি সক্রিয় রাজনীতিতে পা রেখেছেন প্রিয়াঙ্কা গান্ধী। আর এর মধ্যেই ২০ শতাংশ বেড়েছে পার্টির দলীয় কর্মীর সংখ্যা। এমনটাই দাবি কংগ্রেসের অভ্যন্তরীণ নেটওয়র্ক। টাইমস অব ইন্ডিয়া

তৃণমূল স্তরে যারা কংগ্রেসের হয়ে কাজ করেন তাদের সঙ্গে দলীয় নেতারা এই নেটওয়ার্কের মাধ্যমে যোগাযোগ রাখেন। ২ মাস আগে যে সংখ্যা ছিল ৫৪ লাখ, সেটিই এখন বেড়ে দাঁড়িয়েছে ৬৬ লাখে। ২০১৮ সালের জুন মাসে চালু হয়েছে শক্তি নেটওয়র্ক। এছাড়া প্রিয়াঙ্কা গান্ধী সক্রিয়ভাবে রাজনীতির মঞ্চে আসার পর শক্তি মেম্বারশিপে বেড়েছে নারী কর্মীদের সংখ্যাও। আগে মাত্র ২২ শতাংশ নারী কর্মী ছিলেন। এই দু’মাসে তা  বেড়েছে ৪০ শতাংশ। ভারতের ৯০ কোটি ভোটারের মধ্যে ৫০ শতাংশ নারী ভোটার। কংগ্রেসের ডেটা অ্যানালিটিক্স বিভাগের প্রধান প্রবীণ চক্রবর্তী তৈরি করেছেন শক্তি নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের মাধ্যমে দলের আজানা অচেনা সমর্থকরা নির্দ্বিধায় নেতাদের কাছে নিজেদের মতামত পৌঁছে দিতে পারবেন।

দলের হয়ে প্রচার শুরু করার আগে এই অ্যাপের মাধ্যমেই সব কর্মী সমর্থকদের কাছে ভয়েস মেসেজ পাঠিয়েছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। সহজ সরল সেই মেসেজে বলেছিলেন, ‘আমি প্রিয়াঙ্কা গান্ধী। নতুন রাজনীতিতে আমি আপনাদের সহযোগিতা চাই। ’

  • সর্বশেষ
  • জনপ্রিয়