শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান রাবির নেপালী শিক্ষার্থীদের

সানজানা শ্রুতি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অধ্যয়নরত নেপালী শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (৩০মার্চ) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ড. শামসুজ্জোহার মাজার প্রাঙ্গণ পরিস্কারের মাধ্যমে এ কর্মসূচি শুরু হয়।

এ কর্মসূচিটির উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু। এ সময় তিনি বলেন, এই ক্যাম্পাসকে সুন্দর রাখা প্রত্যেকের দায়িত্ব। শুধু পরিস্কার করা নয়, আমার মন মানসিকতা থাকবে যে আমরা যত্রতত্র ময়লা বা উচ্ছিষ্ট ফেলে ক্যাম্পাসকে অপরিস্কার করবো না। এ সময় তিনি শিক্ষার্থীদের এই উদ্যোগকে সাধুবাদ জানান। পরে তিনিও শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

শিক্ষার্থীরা দশটি দলে ভাগ হয়ে ক্যাম্পাসে প্যারিস রোড, বুদ্ধিজীবি স্মৃতিফলক, পরিবহন মার্কেট, আবাসিক হলসহ বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালান। তারা যত্রতত্র পড়ে থাকা প্লাস্টিক, পলিথিন ব্যাগসহ বিভিন্ন আবর্জনা পরিস্কার করেন।

কর্মসূচিতে ১৬ জন নেপালী শিক্ষার্থীর পাশাপাশি ৫ জন সোমালিয়ান এবং বিশ্ববিদ্যালয়ের হায়ার স্টাডি ক্লাব, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের গ্রিন আর্থসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠনের অর্ধশতাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।

পরিচ্ছন্নতা অভিযানের উদ্যোগ নেওয়া নেপালী শিক্ষার্থী প্রবেশ রায় বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচার এক্সটেনশন বিভাগের শিক্ষার্থী। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। আমরা এ দেশের না হলেও এখানে আমরা বসবাস করছি, পড়ালেখা করছি, ক্যাম্পাস থেকে অনেক কিছু অর্জন করছি। কিন্তু যত্রতত্র ময়লা-আবর্জনা ক্যাম্পাসের পরিবেশ দুষিত হচ্ছে। সেই জায়গা থেকেই আমরা এ কাজের উদ্যোগ নিয়েছি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়