শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ৩১ মার্চ, ২০১৯, ১২:২৪ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০১৯, ১২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে পৃথক পৃথক ঘটনায় নিহত ৩ ,অস্ত্র ও ইয়াবা উদ্ধার

ফরহাদ আমিন : কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে, সড়ক র্দূঘটনা ও গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যাসহ পৃথক ঘটনায় ৩ জন নিহত হয়েছে।

নিহতরা হচ্ছেন, মৌলভী বাজার দক্ষিণ পাড়ার মৃত কালা মিয়ার ছেলে আব্দুল জাব্বার (৪০)ও শাহপরীরদ্বীপ উত্তর জালিয়া পাড়ার সোলতান আহমদের ছেলে মো. রফিক ওরফে সোনা মিয়া (২৪)ও সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে মো. হোসেন (২৮)।

টেকনাফ উপজেলার শনিবার ভোরে শাহপরীরদ্বীপ, হাবিরছড়া ও মৌলভীবাজার এ ঘটনা ঘটে

নিহত মোহাম্মদ হোসেন টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার নবী হোসেনের ছেলে।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শুক্রবার দুপুরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞেসাবাদে জানতে পারেন, তাদের কাছে ইয়াবা ও অস্ত্র মজুদ রয়েছে। পরে তাকে নিয়ে রাতে অভিযানে যায় পুলিশের একটি টিম। এসময় টেকনাফ সদরের হাবিরছড়া পাহাড়ি এলাকায় পৌঁছলে আসামিকে ছিনিয়ে নিতে একদল ইয়াবা কারবারি পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এসময় আটক আসামি পালিয়ে যেতে চাইলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটে পালিয়ে গেলে আহতকে উদ্ধার করে দ্রুত টেকনাফ উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে ২ হাজার ইয়াবা, ৩টি বন্দুক ও ১২টি কার্তুজসহ ৪০টি গুলির খালি খোসা উদ্ধার করা হয়।

এই ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হয়েছে। আহতরা হচ্ছেন,সহকারী উপ-পরিদর্শক ফরহাদ, কনস্টেবল ফাহিম ও মাসুদ গুলিবিদ্ধ হয়েছেন।আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমিক চিকিৎসা দেওয়ার পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার পাঠানো হয়েছে।

অপরদিকে প্রত্যক্ষদর্শী জানান, ভোর সাড়ে ৫টার দিকে হ্নীলা মৌলভীবাজার দক্ষিণ পাড়ার আব্দুল জব্বার ফজর নামাজ শেষে কুয়াশাচ্ছন্ন সকালে অইর পাড়া শ্বশুড় বাড়ি যাওয়ার পথে সড়কের একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গাড়ির ধাক্কা সে ঘটনাস্থলেই মারা যায়।পরে সড়কের লোকজন তার রক্তাক্ত দেহ উদ্ধার করে। হাইওয়ে পুলিশ এই র্দূঘটনার খবর পেয়ে ঘাতক গাড়িটি আটকের চেষ্টা চালাচ্ছে। নিহত ব্যক্তিকে প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে সকালে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

এছাড়া একইদিন সকাল সাড়ে ১১টার দিকে টেকনাফ মডেল থানার এসআই জামশেদ ও বিবেকান্দ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে শাহপরীর দ্বীপ বেড়িবাঁধ সংলগ্ন ঝাউগাছ হতে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তি গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করা হয়। সেই শাহ পরীর দ্বীপ উত্তর জালিয়া পাড়ার সোলতান আহমদের ছেলে মো. রফিক ওরফে সোনা মিয়া (২৪)।

তার স্ত্রীও আগে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছিল। সে হতাশাগ্রস্থ জীবন থেকে আত্নহননের পথ বেচে নেয় বলে ধারণা করা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়