শিরোনাম
◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার ◈ ঈদের পর কমপক্ষে ২৩ ডিসি’র রদবদল হতে পারে ◈ ৫ থেকে ১৪ এপ্রিলের মধ্যে কর্মদিবস একদিন

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকা লিগের পরই এইচপি প্রোগ্রাম শুরু করবে বিসিবি

নিজস্ব প্রতিবেদক : জমে উঠেছে ঢাকা প্রিমিয়ার লিগের এক দিনের টুর্নামেন্ট। আগামী এপ্রিলের শেষ দিকে পর্দা নামবে ঢাকা লিগের। ঢাকা লিগ শেষ হওয়ার পরই শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যান্স (এইচপি) প্রোগ্রাম । বিষয়টি নিশ্চিত করেন বিসিবি পরিচালক ও হাই পারফরম্যান্স বিভাগের প্রধান নাঈমুর রহমান দূর্জয়।

হাই পারফরম্যান্স প্রোগ্রাম নিয়ে শনিবার বিসিবিতে বৈঠকে বসেছিলেন কর্মকর্তারা। ১৮ মে থেকে প্রোগ্রাম শুরু করার পরিকল্পনা তাদের। ঢাকা লিগসহ ঘরোয়া ক্রিকেটের পুরো মৌসুমে আলো ছড়ানো ক্রিকেটারদের নিয়ে শুরু হবে এইচপি প্রোগ্রামের ক্যাম্প। এ ক্যাম্পে থাকতে পারেন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটাররাও।

দূর্জয় বলেছেন, ‘আমাদের যেই এইচপির প্রোগ্রাম শুরু হচ্ছে, ওইটারই প্রাথমিক পরিকল্পনা হয়েছে। আমরা কিভাবে কি করব, সময় সীমা, ভেন্যু, কোথায় ক্যাম্প কবে, এইসব নিয়ে আলোচনা হচ্ছিল। আমরা মে’তে প্রোগ্রাম শুরু করতে চাচ্ছি। প্রিমিয়ার লিগের পরই শুরু করবো। লিগের পর কিছুটা বিশ্রাম পাবে খেলোয়াড়রা।’

শেষ এইচপি প্রোগ্রামে ছিল ২৪ খেলোয়াড়। সেখান থেকে একাধিক খেলোয়াড়ের সুযোগ হয়েছে জাতীয় দলে। টেস্ট স্কোয়াডে তামিমের সঙ্গী হিসেবে আছেন সাদমান, পেস বোলিং বিভাগে আছেন সৈয়দ খালেদ আহমেদ ও ইবাদত হোসেন চৌধুরী। এইচপিতে ভালো করাতেই তাদের জাতীয় দলের দরজা খুলেছে। এবারও ২৪ বা ২৫ খেলোয়াড় নিয়ে প্রোগ্রাম শুরু করার ইচ্ছা বোর্ডের।

প্রোগ্রামের প্রধান কোচ হিসেবে এবারও দায়িত্ব পালন করবেন সাইমন হেলমট। তার সহকারী হিসেবে থাকবেন স্থানীয়রা। বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের চেয়ারম্যান দূর্জয় জানিয়েছেন, এবার এইপি ও এ দল পৃথক করে তৈরি করা হচ্ছে। ফলে এইচপি দলের সফর বা হোম সিরিজে কোনো বাঁধা আসবে না। বিসিবি নির্দিষ্ট পরিকল্পনায় খেলোয়াড়দের পর্যাপ্ত ম্যাচ খেলার সুযোগ তৈরি করে দেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়