শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১১:১২ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি ছাত্রফ্রন্টের সভাপতি প্রসেনজিৎ সম্পাদক অনিমেষ

জয়নুল হক, জবি প্রতিনিধি: সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জবি শাখার ৫ম সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ভাস্কর্য চত্ত্বরে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এতে নব-নির্বাচিত সভাপতি- প্রসেনজিৎ সরকার, সাধারণ সম্পাদক- অনিমেষ রায় এর নাম ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যদের মাঝে সহ-সভাপতি স্মরণ দাস, সাংগঠনিক সম্পাদক- কৌশিক আহমেদ, দপ্তর সম্পাদক- তপু সরোয়ার, স্কুল সম্পাদক- হারুন উর রশিদ, সমাজ কল্যাণ সম্পাদক- আব্দর রব, অর্থ সম্পাদক- শরিফুলইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক- ইমাদ আলভী ফারাবি, পাঠাগার সম্পাদক- অর্পন সিংহ। এছাড়াও সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন - মৌমিতা চক্রবর্তী এবং রায়হান মিয়া।

এদিকে সম্মেলনের উদ্বোধন করেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি মাসুদ রানা। সংগঠনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি কিশোর কুমার সরকার এর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় কার্য পরিচালনা কমিটির সদস্য কমরেড ফখরুদ্দিন কবির আতিক এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জবি শাখার সহ-সভাপতি প্রসেনজিৎ সরকার।

সম্মেলনে অনুষ্ঠিত সমাবেশে উদ্বোধনী বক্তব্যে মাসুদ রানা বলেন,আজ আমরা যেসব জ্ঞান বা শিক্ষা অর্জন করছি, সেসব জ্ঞান বা শিক্ষা কতিপয় ব্যক্তি বা গোষ্ঠীর তৈরী করা নয়। এর সাথে মানবজাতির সুদীর্ঘ এক সংগ্রামের ইতিহাস জড়িত। আজকের এই সময়ে এসে পৃথিবী জুড়ে সমস্ত জনগণকে তাদেও পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শক্তি গোটা মানব সভ্যতার সংগ্রামের ফসলকে মুনাফার হাতিয়াওে পরিণত করতে চাচ্ছে। আমাদের দেশেও শিক্ষার বিরুদ্ধে এমন ভয়ংকর আগ্রাসন চলমান। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জনগণের শিক্ষার অধিকার রক্ষার লক্ষ্যে এই আগ্রাসনের বিরুদ্ধে তার লাগাতার এবং সুতীব্র লড়াই চালিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করছে।

সমাবেশে সংগঠনের বিশ্বদ্যিালয় শাখার সভাপতি কিশোর কুমার সরকার বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস আন্দোলনের, ঐতিহ্য আন্দোলনের। এ বিশ^বিদ্যালয়ের জন্ম আন্দোলনের মধ্য দিয়েই। যতবার বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবার চেষ্টা করেছে; যতবার তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেও অধিকার বঞ্চিত করার পায়তারা করেছে- ততবার শিক্ষার্থীরা আন্দোলনের মধ্য দিয়েই তার দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে । বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যেকোন অধিকারের প্রশ্নে প্রশাসন কোন রকম তালবাহানা করলে ভবিষ্যতেও এরকম দাঁত ভাঙ্গা জবাব দেয়া হবে।

তিনি আরও বলেন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা লগ্ন থেকেই শিক্ষার্থীদেও সকল ন্যায্য ও গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলনের আপোষহীন এবং অকুতোভয় শক্তি হিসেবে লড়ে গেছে। আগামী দিনেও লড়াইয়ের এই ধারা অক্ষুণ্ন থাকবে। সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, জবি শাখার সেই নিরবচ্ছিন্ন লড়াইয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানাই।

এসময় তিনি অবিলম্বে জকসু নির্বাচন দেয়া সহ শিক্ষার্থীদের সকল ন্যায় স ঙ্গত দাবি পূরণে অতিসত্ত্বর উদ্যোগ গ্রহণের অহ্বান জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়