শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১১:০১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জ টিলা কেটে নির্বিচারে মাটি বিক্রি করা হচ্ছে

সোহেল রানা, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলা অধীনস্থ মাধবপুর ইউনিয়নের টিলাগাঁও গ্রামে নির্বিচারে টিলা কেটে মাটি বিক্রি করা হচ্ছে।

ঘটনাস্থলে সরেজমিনে গিয়ে জানা যায় টিলাগাঁও গ্রামের আবুল কাশেম (৪৫) তার নিজস্ব উঁচু টিলা কেটে সমতল করছেন। টিলা কাটা সম্পর্কে আবুল কাশেম বলেন আমরা টিলা কেটে কবরস্থান ভরাটের জন্য মাটি দিয়েছে।

তবে স্থানীয় সূত্রে জানা যায় আবুল কাশেম দীর্ঘদিন যাবৎ টিলা কেটে মাটি বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছেন আর এই টিলা কেটে মাটি বিক্রির সাথে সম্পৃক্ত কমলগঞ্জ উপজেলা যুবলীগের সদস্য আব্দুল হান্নান।

এ বিষয়ে আব্দুল হান্নান এর সাথে ফোনে যোগাযোগ করলে তিনি বলেন স্থানীয় মুরুব্বীদের সহমতে কবরস্থান ভরাট এর জন্য টিলা কেটে মাটি নিয়েছি।

টিলা কাটার বিষয়টি সম্পর্কে কমলগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার বলেন টিলার মাটি কাটার আইনত কোন বৈধতা নেই, টিলা কাটা রোধে উপজলা প্রশাসন দ্রুত পদক্ষেপ নিবে বলে জানান।

বাংলাদেশ পরিবেশবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক নুরুল মোহাইমিন মিল্টন বলেন পাহাড় ও টিলা কাটা মানে পরিবেশে ভারসাম্য নষ্ট করা, যার প্রভাব জলবায়ু উপর পড়ে, এবং জীববৈচিত্র্য জন্য মারাত্মক হুমকিস্বরূপ। পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে বনভূমি ও পাহাড় নির্ধন দ্রুত বন্ধ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়