শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৬:২০ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৬:২০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গুলশানে কাঁচাবাজারের সব দোকান পুড়ে ছাই (ভিডিও)

নিউজ ডেস্ক : গুলশানে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে গুলশান কাঁচাবাজারের সব দোকান। ওসি আবু বকস সিদ্দিকী এ কথা জানান।

শনিবার ভোরে কাঁচাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকস সিদ্দিকী বলেন, কাঁচাবাজারের সব দোকান আগুনে পুড়ে গেছে। সেখানে ২১২টি দোকান ছিল। এর বেশি এখন কিছু বলা সম্ভব হচ্ছে না।

ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবদুল হাই বলেন, কাঁচাবাজারে ২৯১টি দোকান ছিল। সেগুলোর সবকটি পুড়ে গেছে। তবে, ২০১৭ সালের আগুনের পর ৬২টি দোকান স্থানান্তর করা হয়েছিল, যেগুলোর কোনো ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা খুরশীদ আনোয়ার ইউএনবিকে জানান, ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় সকাল সাড়ে ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

উদ্ধারকাজে অংশ নেন সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যরা। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মেজর শাকিল নেওয়াজ বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে অনেক সময় লেগেছে। ঢাকা ট্রিবিউন।

https://www.facebook.com/vampireclub2016/videos/1509468079187588/

  • সর্বশেষ
  • জনপ্রিয়