শিরোনাম
◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৬:০১ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৬:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেটের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে, বললেন পররাষ্ট্রমন্ত্রী

সাত্তার আজাদ, সিলেট : পরারাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, এই সিলেটের মানুষ তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে সংসদে পাঠিয়েছেন। তাই সিলেটের প্রতি আমার অনেক দায়িত্ব রয়েছে। এই সিলেট এক সময়ে শিক্ষাক্ষেত্রে এগিয়ে ছিলো। কিন্তু বর্তমানে অনেক পিছিয়ে রয়েছে। সিলেটকে শিক্ষায় এগিয়ে নেয়ার জন্য আরও স্কুল-কলেজ নির্মাণে সরকারের কাছে আবেদন করা হবে। প্রয়োজনে দেন-দরবার করে এগুলো নিয়ে আসবো। ইতোমধ্যে সিলেটে ১৫টি নতুন ভবন নির্মাণ করার জন্য অনুমোদন আমরা পেয়েছি।

শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর একটি অভিজাত হোটেলে সিলেট জেলা প্রেসক্লাব কর্তৃক পররাষ্ট্রমন্ত্রীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রবাসীদের হয়রানিরোধে বিমানবন্দরগুলোতে সিসি ক্যামেরা বসানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। তিনি বলেন- প্রবাসীদের হয়রানি দুর করতেই পররাষ্ট্র মন্ত্রণালয় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, আটাব সিলেটের সভাপতি আব্দুল জব্বার জলিল, বিসিবি’র পরিচালক শফিউল আলম নাদেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও রেজওয়ান আহমদ, অন্যান্যের মধ্যে আল আজাদ, লিয়াকত শাহ ফরিদী, মনিরুজ্জামান মনির, অপ‚র্ব শর্মা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় পররাষ্ট্রমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন জেলা প্রেসক্লাবে সহসভাপতি সাত্তার আজাদ ও মন্ত্রীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- সাত্তার আজাদ, মোহাম্মদ মহসীন, সংগ্রাম সিংহ, আবদুল মুকিত, মঈন উদ্দিন, নাসির উদ্দিন, ফয়সল আহমদ মুন্না, ওলিউর রহমান, ইমরান আহমদ, তুহিনুল হক তুহিন, এসএম রফিকুল ইসলাম সুজন, নুরুল ইসলাম, আলী আকবর চৌধুরী, সুব্রত দাস ও শাহীন আহমদ।
আবুল মোহাম্মদ, দেবাশীষ দেবু, সুমন কুমার দাশ, সাইদ চৌধুরী টিপু, মামুন হাসান, শংকর দাস, আশরাফ চৌধুরী রাজু, এস সুটন সিংহ, আনন্দ সরকার, শফিকুর রহমান চৌধুরী, হাসিনা বেগম চৌধুরী, সৈয়দ বাপ্পি, সোহাগ আহমদ, রজত কান্তি চক্রবর্তী, মোস্তাফিজুর রহমান রুমান, অমিতা সিনহা, রবি কিরণ সিংহ (মাইস্লাম রাজেশ), মুজিবুর রহমান ডালিম, রনজিত সিংহ, মুহিদ হোসেন, নুরুল হক শিপু, এম আর টুনু তালুকদার, মাইনুল হাসান টিটু, শেখ লু’ফুর রহমান, শফিকুল ইসলাম শফি, সুলতান আহমদ, ইয়াহিয়া মারুফ, রফিকুল ইসলাম কামাল, রাশেদুল হোসেন সোয়েব, মো. আব্দুল আহাদ, নিজামুল হক লিটন, একরাম হোসেন, আনোয়ার হোসেন, রাহুল তালুকদার পাপ্পু, শাহজাহান সেলিম বুলবুল, দিব্য জ্যোতি সী, মনিরুজ্জামান রণি, ছয়ফুল আলম অপু, মিঠু দাস জয় প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়