শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৫:১৪ সকাল
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আপনারা কী এনামুল বিজয় বা ইমরুল কায়েসকে চাইছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ওপেনিং স্লটে?

ফরহাদ টিটু

এ যাবৎ আমাদের সফলতম বিশ্বকাপে (অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-২০১৫) বাংলাদেশের তিন ওপেনিং ব্যাটসম্যানের গল্প যতোটা ব্যর্থতা আর আক্ষেপে ভরা... ততোটাই সাফল্য আর আনন্দে ভরা নবাগত ওয়ানডাউন ব্যাটসম্যানের। পরিসংখ্যানটা দেখেন : বাংলাদেশের খেলা মোট পাঁচ ম্যাচ।

আফগানিস্তানের বিপক্ষে : তামিম ইকবাল-১৯ রান ৪২ বল খেলে/স্ট্রাইক রেট ৪৫.২৩, এনামুল হক বিজয়-২৯ রান ৫৫ বলে/ স্ট্রাইক রেট ৫২.৭২, সৌম্য সরকার-২৮ রান ২৫ বলে/স্ট্রাইক রেট ১১২।

শ্রীলঙ্কার বিপক্ষে : তামিম ইকবাল-০ (রান) ২ বলে / স্ট্রাইক রেট ০.০০, এনামুল হক বিজয়-২৯ রান ৪৩ বলে/ স্ট্রাইক রেট ৬৭.৪৪, সৌম্য সরকার-২৫ রান ১৫ বলে /স্ট্রাইক রেট ১৬৬.৬৭।

ইংল্যান্ডের বিপক্ষে : তামিম ইকবাল-২ রান ৭ বলে /স্ট্রাইক রেট ২৪.৫৭, ইমরুল কায়েস- ২ রান ২ বলে /স্ট্রাইক রেট ১০০, সৌম্য সরকার-৪০ রান ৫২ বলে/স্ট্রাইক রেট ৭৬.৯২।

নিউজিল্যান্ডের বিপক্ষে : তামিম ইকবাল- ১৩ রান ২৭ বলে/ স্ট্রাইক রেট ৪৮.১৫, ইমরুল কায়েস-২ রান ১৯ বলে / স্ট্রাইক রেট

১০.৫৩, সৌম্য সরকার-৫১ রান ৫৮ বলে / স্ট্রাইক রেট ৮৭.৯৩।

স্কটল্যান্ডের বিপক্ষে : তামিম ইকবাল -৯৫ রান ১০০ বলে/ স্ট্রাইক রেট ৯৫.০০, * সৌম্য সরকার-২ রান ৫ বলে / স্ট্রাইক রেট ৪০.০০। (* এই ম্যাচেই শুধু সৌম্য ওপেন করেছেন তামিমের সঙ্গে। বিজয় বা ইমরুলের কেউ ছিলেন না দলে) ভারতের বিপক্ষে (কোয়ার্টার ফাইনাল) : তামিম ইকবাল -২৫ রান ২৫ বলে/ স্ট্রাইক রেট ১০০.০০, ইমরুল কায়েস-৫ রান ১৪ বলে/ স্ট্রাইক রেট ৩৫.৭১, সৌম্য সরকার-২৯ রান ৪৩ বলে/ স্ট্রাইক রেট ৬৭.৪৪। ফিল্ডিংয়ের সময় আহত হয়ে বিজয় দেশে ফিরে যাওয়ার পর ইমরুলকে দেশ থেকে উড়িয়ে আনা হয়েছিলো। কিন্তু তিনি হতাশ করেছিলেন আরো বেশি। সেবার একটা মাত্র বড় ইনিংস ছিলো অনেক অভিজ্ঞ ব্যাটসম্যান তামিমের, বাকি ম্যাচগুলোয় আত্মবিশ্বাসহীনতায় ভুগেছেন তামিম । তার জন্য এবং আমাদের জন্য ব্যাপারটা ছিলো হতাশার। একেবারে অনভিজ্ঞ সৌম্য সরকার ছিলেন সেই বিশ্বকাপে বাংলাদেশ দলের আবিষ্কার (ফাইন্ড)। প্রায় প্রতিদিনই খেলার শুরুতে ভেঙে পড়া ওপেনিং পার্টনারশিপের ব্যর্থতাকে সামাল দিয়েছেন ঠা-া মাথায় মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে। বাংলাদেশ দল এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইংল্যান্ডে। গ্রীষ্মে নিউজিল্যান্ডের কন্ডিশনের সঙ্গে খুব একটা পার্থক্য নেই ওখানকার কন্ডিশনের। আপনারা কী বিজয় বা ইমরুলকে চাইছেন বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডের ওপেনিং স্লটে? নাকি লিটনকেই প্রথমবার সুযোগ দিয়ে দেখতে চান বিশ্বকাপে? ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়