শিরোনাম
◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সংসারী হওয়ার সাধ পূরণ হলো না আমির হোসেনের

ফাহিম বিজয় : সহসাই বিয়ে করার কথা ছিল, এজন্য নতুন বাড়ি করতে ইটও কিনেছিলেন। কিন্তু বিয়ে করে সংসারী হওয়ার সাধ পূরণ হলো না পাবনার সাঁথিয়া উপজেলার চরপাড়া গ্রামের আমির হোসেন রাব্বির। ঢাকার বনানীতে এফ আর টাওয়ারের ভয়াবহ আগুনে নিহত হয়েছেন তিনি। যমুনা টিভি

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গ্রামের বাড়িতে। একমাত্র সন্তানকে হারিয়ে দিশেহারা বাবা-মা। শোকাহত পরিবারের পাশে ছুটে গেছেন প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণীর মানুষ। রাব্বী ছিলেন তিন ভাইবোনের মধ্যে সবার বড়। পাবনার শহীদ বুলবুল কলেজ থেকে এইচএস সি ও এডওয়ার্ড কলেজ থেকে এম এ পাশ করে চাকরিতে যোগ দেন এফ আর টাওয়ারের ১১ তলার ইকোলাইন বিডি লিমিটেড নামের একটি কোম্পানীতে।

গেলো মাসে পাবনাতে এসে পিতামাতার সাথে সময় কাটিয়ে গেছেন রাব্বী। বাড়ির কাজে হাত দিয়ে বিয়ের পিঁড়িতে বসবেন বলে বেশ কিছু ইটও কিনে বাড়ির পাশে রেখে পিতামাতার দোয়া নিয়ে চলে আসেন ঢাকায়। বাড়িতে আসার কথা ছিলো এপ্রিলের প্রথম সপ্তাহে। কিন্তু ২৮ মার্চ বনানীতে তার চাকরিস্থল এফ আর টাওয়ারের অগ্নিকাÐে অকালে তিনি চলে যায় না ফেরার দেশে।

পিতা আইয়ুব আলী জানান, ফেব্রæয়ারি মাসের শেষের দিকে পাবনায় গ্রামের বাড়িতে এসেছিলেন রাব্বী। বিয়ে করবে বলে ঘর করতে কিছু ইটসহ সরঞ্জাম কিনে বাড়িতে রেখেছে। এপ্রিলের প্রথম সপ্তাহে বাড়িতে আসার কথা ছিল তার। কিন্তু আমার ছেলে এভাবে বাড়িতে আসবে ভাবতে পারিনি। চাচা আব্দুর রশিদ জানান, ভাতিজা রাব্বী যে ভবনে কাজ করে সেখানে অগ্নিকাÐের খবর জেনে ঢাকায় ছুটে যাই। সেখানে রাব্বীর বন্ধু মাসুদ রানাকে সাথে নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মরদেহ শনাক্ত করে বাড়িতে নিয়ে আসি।

এদিকে নিহতের পরিবারের পাশে দাঁড়িয়েছে প্রশাসনের কর্মকর্তারা। শুক্রবার সকালে আমির হোসেন রাব্বীর বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ সময় তিনি জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষনিকভাবে নিহতের পরিবারকে বিশ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন। নিহত আমির হোসেন রাব্বীর মরদেহ ঢাকা থেকে শুক্রবার সকাল সাড়ে আটটায় গ্রামের বাড়িতে এসে পৌঁছায়। পরে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়