শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০১:৪৮ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আধা ঘন্টা পড়ে এসেছে ফায়ার সার্ভিসের দল, এতে করেই আগুন বেড়ে যাওয়ার সময় পেয়েছে

স্বপ্না চক্রবর্তী : বনানীর এফ আর টাওয়ারে ১২ টা ৪০ মিনিটে আগুনের সূত্রপাত হলেও ফায়ার সার্ভিসের গাড়ি আসে প্রায় ২৫ মিনিট পর। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টার দিকে যখন দাউ দাউ করে জ্বলছিলো তখনো ফায়ার সার্ভিস তাদের কার্যক্রম শুরু করতে পারেনি।

শুক্রবার ঘটনাস্থলে অবস্থান করা ওই ভবনের একটি প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার জানান, কিভাবে বা কোন জায়গা থেকে আগুন নেভানোর কাজ শুরু করবেন তা ভাবতে ভাবতেই প্রায় ১৫ মিনিট পার হয়েছে। তিনি বলেন, আমাদের অফিস ৮ তলায়। আমরা দ্রুতগতিতে ছাদে উঠে গিয়ে নিজেরাই পাশের বিল্ডিংয়ের ছাদ হয়ে তার বেয়ে নিচে নেমেছি। তখন ফায়ার সার্ভিসের কোনো তৎপরতা চোখে পড়েনি। বরং স্কুল-কলেজের শিক্ষার্থীরা তাদের চাইতে বেশি তৎপর ছিলো।

অপর প্রত্যক্ষদর্শী স্বপ্ন সুপার শপের এক বিক্রয়কর্মী জানান, ১৫ তলা থেকে এক ব্যক্তি গ্লাস ভেঙ্গে বাইরে বের হয়ে আসেন। অবস্থান নেন একটি এসির ওপর। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে নামিয়ে আনতে কোনো ব্যবস্থা নিতে দেখি নি। একই তথ্য জানান পাশের সারিনা হোটেলের নিরাপত্তাকর্মীরা। তারা বলেন, নেভানোর কাজ শুরু করতে করতেই আগুন ওপরের অনেক তলায় ছড়িয়ে পড়েছে। একজন বলেন, ফায়ার সার্ভিসের ইউনিটগুলো এমনিতেই দেরি করে এসেছে, তারওপর তাদের নিয়ে আসা দুটি ক্রেন ছিল নষ্ট।

তবে অভিযোগের কিছুটা সত্যতা স্বীকার করলেন ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন। তিনি বলেন, আমাদের যন্ত্রপাতি অত্যাধুনিক, তাই প্রস্তুতি নিতে একটু দেরি হয়েছে। এ ছাড়া রাস্তায় যানজটের কারণেও ঘটনাস্থলে পৌঁছতে সময় লেগেছে।

এ ব্যাপারে ফায়ার সার্ভিসের পরিচালক মেজর শাকিল নেওয়াজ সংবাদমাধ্যমকে বলেন, অগ্নিকান্ডস্থলে প্রায় ২০০০ সেন্টিগ্রেড তাপমাত্রা তৈরি হয়েছিল। এতে ভবনের বিভিন্ন ইস্পাত ও লোহা আগুনে লাল টকটকে হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে উদ্ধার অভিযান খুবই কঠিন হয়ে পড়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়