শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ০১:৩৯ রাত
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রমজানের আগেই নিত্যপণ্যের বাজারে আগুন, নাগালের বাইরে সবজির দাম

স্বপ্না চক্রবর্তী : বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শির ঘোষণার পরও রমজান শুরু হওয়ার আগেই সবজিসহ অন্যান্য কাঁচামালের দাম দ্বিগুন হারে বেড়েছে। শুধু তাই নয় দাম বেড়েছে সব ধরণের নিত্যপণ্যেরও। তাই রমজান মাস শুরু হলে কি হবে তাই ভেবে অস্থির সাধারণ মানুষ।

জানা যায়, সিন্ডিকেটের মাধ্যমে চালের বাজার থেকে শুরু করে ভোগ্যপণ্যে অন্যান্য বাজার দখলে নিয়েছে একদল সিন্ডিকেট। তবে বরাবরের মতো এবারও এই সিন্ডিকেটের কথা অস্বীকার করছে বাণিজ্য মন্ত্রণালয়। গত বুধবার ব্যবসায়ীদের সাথে বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেছেন, এবার সিন্ডিকেটের সুযোগ নেই। বাজারে সবার মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করে ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। পবিত্র রমজান মাসের আগে পণ্যের অবৈধ মজুদ ও দাম বৃদ্ধির সুযোগ দেওয়া হবে না। কিন্তু ঘুরে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। রাজধানীর কাওরানবাজার, শান্তিনগর বাজার, মালিবাগ কাঁচাবাজার, হাতিরপুল কাঁচাবাজারসহ কয়েকটি বাজারে দেখা গেছে, শাক-সবজির পাশাপাশি বেড়েছে মাংসের দামও। ৪৫০ টাকা থেকে ৪৮০ টাকা কেজি দরের গরুর মাংস ইতোমধ্যেই বিক্রি হচ্ছে ৫২০ থেকে ৫৫০ টাকা কেজি দরে। দাম বেড়েছে খাসির মাংসেরও। প্রতি কেজিতে বেড়েছে ৩০ থেকে ৬০ টাকা। বেড়েছে ডিমের দামও। প্রতি হালি ফার্মের লাল মুরগির ডিমের হালি এলাকাভেদে ৩৬ থেকে ৪০ টাকায় উঠেছে। বেড়েছে মাছের দামও। চাষের পাঙ্গাস ও তেলাপিয়া মাছেরও দাম বেড়ে কেজি বিক্রি হচ্ছে ২৪০ টাকা করে যা ১৫ দিন আগেও বিক্রি হয়েছেন ১৬০ থেকে ১৮০ টাকায়।

তবে সবচেয়ে বেশি বেড়েছে সবজির দাম। রাজধানীর মগবাজারের কাঁচাবাজারে সবজি কিনতে আসা সোহান বলেন, বাজারে সব ধরনের সবজির দাম আকাশছোঁয়া। কিছু সবজির কেজি ছুঁয়েছে ৮০ থেকে ১০০ টাকা। বাকিগুলোর বেশির ভাগের কেজি ৭০-৮০ টাকা। শুধু পেঁপে আর আলু ছাড়া কিছুই আর কিছু কিনতে পারলাম না। বাজারে গিয়ে দেখা যায়, ৪০ টাকার করলা বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজিতে। বেগুন ৬০ টাকা, টমেটো ৬০ টাকা, মিস্টি কুমড়া সাইজ অনুযায়ী বিভিন্ন দামের থাকলেও তা কেনা সাধারণের সাধ্যের বাইরে। একই অবস্থা লাউয়েরও। তবে কিছুটা দাম কমেছে সজনের। ৮০টাকা কেজিতে বিক্রি হওয়া সজনে পাওয়া যাচ্ছে ৬০টাকায়। দাম কমেনি ঢেরসেরও। ৮০ টাকার নিচে ১ টাকা কমেও দিতে রাজি হন নি বিক্রেতা।

এছাড়া রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মুরগির দামও বেড়েছে আশাতীত। বাজারে লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজি দরে , যা এক সপ্তাহ আগে ছিল ২১০-২২০ টাকা। পাকিস্তানি কক মুরগির কেজি ২৯০ থেকে ৩০০ টাকা, যা গত সপ্তাহে ছিল ২৬০-২৮০ টাকা। বেড়েছে তেলের দামও। খোলা ও বোতলজাত সয়াবিন তেল এক মাসে লিটারে বেড়েছে ৫ টাকা। মসুর ডালের (নেপালি) কেজি গত মাসে ছিল ৯০-৯৫ টাকা, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১০০ থেকে ১১০ টাকায়। দেশি মসুর ডাল মানভেদে বিক্রি হয়েছে ৮৫-৯০ কেজি, যা দুই মাস ছিল ৮০-৮৫ টাকা। দেশি পেঁয়াজের দাম বেড়ে বিক্রি হচ্ছে ২৫ থেকে ২৮ টাকা দরে। চিনি বিক্রি হচ্ছে ৫৫ থেকে ৫৬ টাকা কেজি দরে, যা দুই মাস আগে ছিল ৫০ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়