শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৮ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ; ওয়ার্ড কমিটি বিলুপ্ত

খোকন আহম্মেদ হীরা : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ সহ মহানগর আওয়ামী লীগের নেতাদের উপস্থিতিতে প্রবীণ নেতাকর্মীদের ওপর হামলা ও সংঘর্ষে ছয়জন আহত হয়েছে। এ ঘটনায় জরুরি সভা করে ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।

শুক্রবার সকালে দলের নির্ভরযোগ্য সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ওয়ার্ডে আওয়ামী লীগের সকল কার্যক্রম স্থগিত থাকবে। হামলা ও সংঘর্ষের ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে নগরীর ১৩ নং ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে। সংঘর্ষে একজন মুক্তিযোদ্ধাসহ উভয়পক্ষের ছয়জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করতে যান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দরা। এসময় ওয়ার্ড আওয়ামী লীগের একটি গ্রুপ মেয়র ও আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে ওই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন সিকদারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উস্কানিমূলক অপপ্রচার করে। এনিয়ে ওইসব নেতাকর্মীদের সাথে হুমায়ুন সিকদার ও তার সহযোগিদের বাগ্বিতন্ডা একপর্যায় নেতৃবৃন্দের সামনে বসেই দুই গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। একই সময় ওয়ার্ড কাউন্সিলর মেহেদী পারভেজ খান আবিরের সমর্থকরা অপর গ্রুপের পক্ষ নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের লোকদের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে। তখন মেয়রসহ অন্যান্য নেতৃবৃন্দরা পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।

দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার খান, আওয়ামী লীগ নেতা মনজুর এলাহী দুলাল, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিনসহ ছয়জন আহত হয়। ওয়ার্ড কাউন্সিলর মেদেহী পারভেজ খান আবির বলেন, হুমায়ুন সিকদার ও তার লোকজন আমার সমর্থকদের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়েছে।

মহানগর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক কাজী মুনির উদ্দিন তারিক জানান, বিষয়টি নিয়ে মহানগর আওয়ামী লীগ রাতেই জরুরী সভা করে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই ওয়ার্ডে আওয়ামী লীগের কমিটি স্থগিত করেছেন। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই ওয়ার্ডে আওয়ামী লীগের কার্যক্রম পুরোপুরিভাবে স্থগিত থাকবে বলেও ঘোষনা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়