শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ৩০ মার্চ, ২০১৯, ১২:৪১ দুপুর
আপডেট : ৩০ মার্চ, ২০১৯, ১২:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নবীজির আদর্শের বাইরে যতো আদর্শ আছে সব ভ্রান্ত, বললেন আল্লামা শফী

আলাউদ্দীন, হাটহাজারী থেকে : পরকালীন মুক্তি একমাত্র নবীজির আদর্শেই নিহিত। এর বাইরে যতো আদর্শ আছে সব ভ্রান্ত ও বাতিল। নবীজির দেখানো পথ অনুসরণ করা ছাড়া আমাদের কোন গত্যন্তর নেই। কাজেই পরকালীন মুক্তির জন্য নবীজির আদর্শ অনুসরণ করতে হবে।

শুক্রবার বিকেলে দিকে আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার ‘খতমে বুখারী’ অনুষ্ঠানে আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

তিনি বলেন, এই উম্মতের আয়ু অতি স্বল্প। এই স্বল্প জীবনে আমল করে আখেরাতের পাথেয় জোগাড় করতে হবে। যতো আমল করবেন সবগুলো নবীজির দেখানো পথে হতে হবে। যারা নিজেদের মন মতো ধর্ম পালন করার চেষ্টা করছেন পরকালে তারা ক্ষতিগ্রস্থ হবেন।

শিক্ষা সমাপনী ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা দাওরায়ে হাদিস শেষ করেছ। তোমাদের উপর উম্মতের পুরো জিম্মাদারি এসে গেছে। তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো। তোমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে। সব কাজে আল্লাহর উপর বিশ্বাস রাখবে। যথাসম্ভব দিনের কাজে লেগে থাকার চেষ্টা করবে। বাতিলের সাথে কখনো আপোষ করবে না। সবসময় সত্যের পথে অবিচল থাকবে।

আল্লামা শাহ আহমদ শফী দেশের বিবাহপোযুক্ত যুবক-যুবতির বিবাহ হওয়া এবং দেশের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করেন। সেই সাথে চলমান পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে আগুনের দুর্ঘটনা এবং গাড়ির দুর্ঘটনা হচ্ছে এসব থেকে মুক্তি কামনা করেন। সবশেষে দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং নিরাপত্তাসহ বিশ্ব মুসলিমদের জালিমের জুলুম থেকে হেফাজতের জন্য দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়