শিরোনাম
◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ১১:৩৮ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ১১:৩৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে সহজ জয় শেখ জামালের

নিজস্ব প্রতিবেদক : ডিপিএলে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির বিপক্ষে সহজ জয় পেয়েছেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বোলিং-ব্যাটিংয়ে অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় নুরুল হাসান সোহানের দল। আগে ব্যাট করে ৯ উইকেটে ১৮৩ রান করে খেলাঘর। জবাবে আট ওভার ও পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় শেখ জামাল।

প্রথমে ব্যাট করতে নেমে টপ ও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় স্কোর হয়নি খেলাঘরের। প্রথম পাঁচ ব্যাটসম্যানের মধ্যে অমিত মজুমদারই শুধু ৪০ রান করতে পারেন। বাকি চারজনের মিলিত রান ২৮। এরপর রাফসান ২৬ রান করে আউট হলেও হাফসেঞ্চুরি তুলে নেন মঈনুল। দলীয় সর্বোচ্চ ইনিংস খেলার পথে ৭০ বলে করেন ৫৫ রান। শেখ জামালের হয়ে তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ তিনটি করে উইকেট নেন। নাসির হোসেন ও মোহাম্মদ এনামুল নেন একটি করে উইকেট।

ছোট টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই করে শেখ জামাল ধানমন্ডি। ফারদিন হাসান ও তানভীর ফিরেন ২৫ রান করেই। এরপর ৪৭ রানে ফিরেন ইমতিয়াজ। ভালো শুরুর ইঙ্গিত দিয়ে অবশ্য ২০ রানের বেশি যেতে পারেননি নাসির হোসেন। অধিনায়ক নুরুল হাসান ফেরেন ২২ রান করে। বড় ইনিংস না খেললেও সব ব্যাটসম্যানরা রান পাওয়ায় জয় পেতে কষ্ট হয়নি শেখ জামালের। জিয়াউর রহমান ২০ ও তাইজুল ইসলাম অপরাজিত ১৫ রান করার পাশাপাশি দল জিতিয়ে মাঠ ছাড়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়