শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী 

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ১১:৩৬ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ১১:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিপিএলে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে রূপগঞ্জের জয়

নিজস্ব প্রতিবেদক : ডিপিএলে শেখ জামালের মতো সহজে জিতেছে লিজেন্ড অব রূপগঞ্জ। প্রাইম দোলেশ্বরের বিপক্ষে নাঈম ইসলামের দলের জয় ৭২ রানের। প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২৬৫ রানের পুঁজি গড়ে লিজেন্ড অব রূপগঞ্জ। জবাবে চার ওভার বাকি থাকতে ১৯৩ রানেই অলআউট হয়ে যায় প্রাইম দোলেশ্বর।

আগে ব্যাট করতে শুরুটা ভালো হয়নি রুপগঞ্জের। মেহেদী মারুফ করেন ১৪ ও মোহাম্মদ নাঈম আউট হন ৮ রানে। তবে দ্রুত দুই উইকেট হারালেও নাফিস ও আকবরের ব্যাটে ঘুরে দাঁড়ায় তারা। ১০৪ বলে চারটি চার ও এক ছক্কায় দলীয় সর্বোচ্চ ৬৮ রান রান করেন নাফিস। আর পাকিস্তানি আকবর করেন ৬৭ রান। ৮০ বলে ১০ চারে এই রান করেন তিনি। শেষদিকে অধিনায়ক নাঈম ইসলামের ৩১ বলে ৪৩ রানের ইনিংসে ২৬৫ রানের স্কোর গড়ে রূপগঞ্জ।

চার উইকেট নিয়ে প্রাইম দোলেশ্বরের সফল বোলার ফরহাদ রেজা। এছাড়া আরাফাত সানি, সৈকত আলি ও এনামুল হক জুনিয়র একটি করে উইকেট নেন।

২৬৬ রানের টার্গেটে শুরুটা ভালো হয়নি দোলেশ্বরেরও। ৫ রানে আউট হন ওপেনার সাইফ। মাহমুদুলের পর ৫ রান করে মার্শাল আইয়ুব ও ৩৭ রানে ইমরান আউট হন। ৩২ রানে হাল ধার তাইয়ুবের পর ৬২ রানে সাদ ও সাজঘরে ফেরেন। পরে উল্লেখযোগ্য স্কোরের দেখা না পেয়ে ৪৬ ওভারে অলআউট হয়ে যায় ১৯৩ রানে। রূপগঞ্জের হয়ে শহিদ ৪ ও আকবর ২ উইকেট নেন। বাকি তিনজন ১টি করে উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়