শিরোনাম
◈ অবশেষে মার্কিন সিনেটে সাড়ে ৯ হাজার কোটি ডলারের সহায়তা প্যাকেজ পাস ◈ কক্সবাজারে ঈদ স্পেশাল ট্রেন লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ ◈ ইউক্রেনকে এবার ব্রিটেননের ৬১৭ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা ◈ থাইল্যান্ডের উদ্দেশ্য রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী ◈ জিবুতি উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবিতে ৩৩ জনের মৃত্যু ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ এফডিসিতে মারামারির ঘটনায় ডিপজল-মিশার দুঃখ প্রকাশ ◈ প্রথম ৯ মাসে রাজস্ব আয়ে ১৫.২৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জন ◈ প্রথম ধাপে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাত চেয়ারম্যানসহ ২৬ জন নির্বাচিত ◈ বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত : ২৯ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর
আপডেট : ২৯ মার্চ, ২০১৯, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‍্যাবের মাদক বিরোধী অভিযানে আটক ১৯

সুজন কৈরী : রাজধানীর মুগদা, ডেমরা ও নারায়ণগঞ্জ এলাকায় বৃহস্পতিবার রাতে পৃথক অভিযান চালিয়ে ১৯জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১০।

শুক্রবার র‌্যাব-১০ জানিয়েছে, বৃহস্পতিবার ব্যাটালিয়নের সিপিসি-১ এর মেজর মো. আশরাফুল হকের নেতৃত্বে মুগদা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয়। এ সময় ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। তারা হলো- মোহাম্মদ মানিক রতন (১৯), মো. কামরুল হাসান (২২), মো. মাসুদ রানা (২০), মো. মনির খান (২০), মোহাম্মদ রফিকুল হাসান (২৯), মোহাম্মদ হেলাল (২০), মো. রবি (২১), মোহাম্মদ সজীব (১৮), মোহাম্মদ বেল্লাল (২৫), মোহাম্মদ জাহিদুল ইসলাম, বাপ্পি (২৩), নয়ন (২০) ও মোহাম্মদ সোহেল। তাদের কাছ থেকে ১১টি মোবাইল ও মাদক বিক্রির ১হাজার ৯শ’ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মুগদা থানায় মাদক মামলা হয়েছে। এছাড়া ডেমরার মাতুয়াইল এলাকায় একই টিম অভিয়ান চালিয়ে ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করে। তারা হলো- মো. সোহাগ (২৮), মো. রিংকু (৩৫) ও মো. ফাইজর রহমান সজীব (২৮)। তাদের কাছ থেকে ১টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ও নগদ ২হাজার টাকা জব্দ করা হয়।

এদিকে একই টিম নারায়ণগঞ্জের বন্দর এলাকায় অভিযান চালিয়ে ১৫০পিস ইয়াবাসহ আরো ৩জনকে আটক করে। তারা হলো- মো. আলাউদ্দিন (৫০) মো. আমিন (২৬) ও মোছা. বানু (৪৫)। তাদের কাছ থেকে নগদ ২হাজার ১শ’ টাকা ও ২টি মোবাইল ফোন জব্দ করা হয়। তারা সবাই পেশাদার মাদক ব্যবসায়ী। আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়